adhir
কলকাতা: একের পর এক নিয়োগ দুর্নীতি মামলায় কড়া মন্তব্যে ঝড় তুলেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সেই বিচারপতিকেই এবার রাজনীতির ময়দানে দেখতে চান প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী৷ তিনি রাজনীতিতে এলে রাজনৈতিক ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেই তাঁর মত৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করার পক্ষেও সওয়াল করেন তিনি৷
শনিবার বহরমপুরে সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন অধীর৷ তাঁর এই মন্তব্য ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ তবে অধীরের মন্তব্যে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস৷ তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি।
এদিন অধীর বলেন, ‘‘আমি চাইব, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ করে একটা নির্বাচন করা হোক। সেই নির্বাচন হলে আমি কায়মনোবাক্যে ওই মানুষটিকে ভোট দিতে লাইনের সবচেয়ে আগে দাঁড়াব। বাংলার মানুষ তাঁকে বিশ্বাস করছে। ভরসা করছে।’’ অধীর আরও বলেন, ‘‘বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতো মানুষেরা রাজনীতিতে এলে নতুন দিগন্ত উন্মোচিত হবে৷’’
এদিকে, অধীরের মন্তব্যের প্রেক্ষিতে মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান বলেন, ‘‘যদি অভিজিৎবাবু বিজেপির হয়ে দাঁড়ান, তাহলে কি অধীরবাবু বিজেপিকে ভোট দেবেন?’’ তৃণমূলের কটাক্ষ, লোকসভা ভোট আসছে, তার আগে বিজেপির সঙ্গে আঁতাঁত করতে চাইছেন অধীর।