আইনজীবী সঞ্জয় বসুর মামলা আপাতত মূলতুবি, আর্জি ছিল কেন্দ্রের

আইনজীবী সঞ্জয় বসুর মামলা আপাতত মূলতুবি, আর্জি ছিল কেন্দ্রের

কলকাতা: আইনজীবী সঞ্জয় বসুর আলিপুরের বাড়িতে ইডি হানার ঘটনায় তাঁকে রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করে ইডি শীর্ষ আদালতে আবেদন করেছে। সেই মামলার শুনানি আগামী ২৭ তারিখ। তাই কেন্দ্রের আইনজীবী কলকাতা হাইকোর্ট মামলা মুলতুবির আবেদন জানান। সেই আর্জি মঞ্জুর করেছে আদালত। আগামী ৩ এপ্রিল পর্যন্ত আইনজীবী সঞ্জয় বসুর করা মামলা মুলতুবি করেছে বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন- সিবিআই তলবে সাড়া দিয়ে নিজাম প্যালেসে কালীঘাটের কাকু! জেরা চলছে সুজয়কৃষ্ণ ভদ্রকে

সোমবার আইনজীবী সঞ্জয় বসুর মামলায় কেন্দ্রের আইনজীবী জানান, সুপ্রিম কোর্টে তারা মামলা দায়ের করেছেন এবং ইতিমধ্যেই তারা এই বিষয়ে মামলাকরী সঞ্জয় বসুকে ইমেলের মাধ্যমে ১৭, এবং ২৪ মার্চ জানিয়েছেন। তাই আগামী ২ সপ্তাহের জন্য কলকাতা হাইকোর্টের চলা মামলার শুনানি ওপর মুলতুবি চেয়ে আবেদন করা হয়। সেই আবেদনে সাড়া দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে আপাতত যে রায় তারা দিয়েছিল তা বহাল আছে। স্পষ্ট নির্দেশ, মামলকারীর বাড়ি এবং অফিসে কোথাও তল্লাশি চালাতে পারবে না গোয়েন্দা সংস্থা। পাশাপাশি তাঁকে কোনও রকম নোটিশ দিয়ে হয়রানি করতে পারবে না ইডি। এছাড়া আদালতের অনুমতি ছাড়া তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে না তারা। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩ এপ্রিল।