৩৩ দিন পর বাড়ির বাইরে পা রাখলেন মুখ্যমন্ত্রী, বিকেলে যোগ দেবেন রেড রোডের কার্নিভাল

৩৩ দিন পর বাড়ির বাইরে পা রাখলেন মুখ্যমন্ত্রী, বিকেলে যোগ দেবেন রেড রোডের কার্নিভাল

কলকাতা: রাজ্যের জন্য লগ্নি টানতে স্পেন ও দুবাই সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ১১ দিনর বিদেশ সফর শেষে গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় কলকাতায় ফেরেন তিনি। বিদেশ সফরে গিয়ে পায়ে পুরনো জায়গায় নতুন করে চোট লাগে তাঁর৷ কলকাতায় ফিরেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসা শুরু হয় তাঁর৷ ২৪ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফেরেন৷ চিকিৎসকদের পরামর্শে এতদিন গৃহবন্দি ছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার ৩৩ দিন পর কালীঘাটের বাড়ি থেকে বেরবেন তিনি। বিকেলে তিনি যাবেন রেড রোডের পুজো কার্নিভালে।

টানা ৩৩ দিন কালীঘাটের বাড়িতে বন্দি থাকলেও, এক মুহূর্তের জন্যেও প্রশাসন ও দলীয় কর্মসূচির উপর থেকে নজর সরেনি তাঁর৷ সশরীরেই উপস্থিত না থাকলেও, সব দিকেই কড়া নজর ছিল তাঁরা৷ গত অক্টোবর মাসের ২ এবং ৩ তারিখ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে ছিল তৃণমূলের আন্দোলন৷ পায়ের চোটের জন্য সেখানেও যেতে পারেননি তৃণমূলনেত্রী। দিল্লি থেকে ফেরার পর গত ৫ অক্টোবর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের উত্তর গেটের সামনে ধর্নায় বসে তৃণমূল নেতৃত্ব৷ সেখানেই যেতে পারেননি তিনি৷  প্রতিবার পুজো উদ্বোধনে সশরীরে উপস্থিত থাকেন মমতা৷ কিন্তু এবার বাড়ি থেকেই ভার্চুয়ালি পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মহালয়ার দিন দলের মুখপত্রের উৎসব সংখ্যার উদ্বোধনও তিনি করেন ভার্চুয়াল মাধ্যমে। এর পর ১২ অক্টোবর নিজের বাসভবনেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকেন তিনি। যা ছিল বাংলার ইতিহাসে বেনজির৷ 

গত পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তরবঙ্গে প্রচারে গিয়ে কপ্টার বিভ্রাটের মুখে পড়েন মুখ্যমন্ত্রী৷ পায়ে চোট লাগে তাঁর৷ তবে টানা এতদিন গৃহবন্দি থাকেননি৷  স্পেন সফরে গিয়ে পুরনো চোটের জায়গায় নতুন করে আঘাত পান৷ এবং সেই চোটই গুরুতর আকার নেয়। সেই জন্যই কলকাতায় ফিরে এসএসকেএমে অস্ত্রোপচার করাতে হয় তাঁকে৷ তার পর থেকে বাড়িতেই বিশ্রামে ছিলেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *