কলকাতা: সকাল ১১টা ১২মিনিট নাগাদ বাড়ি থেকে ইডির দফতরের উদ্দেশে রওনা দেন ডায়মণ্ড হারবারের সাংসদ। ১১টা ৩৪মিনিটে কলকাতায় ইডি-র দফতরে সিজিও কমপ্লেক্সে পৌঁছয় তাঁর গাড়ি। তারপর থেকে কেটে গিয়েছে প্রায় ৭ ঘণ্টা। এখনও ইডি দফতর থেকে বের হননি তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের মৌখিক রক্ষাকবচ নিয়েই হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তাঁকে গ্রেফতার বা তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি। কিন্তু এতক্ষণ ধরে কী জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে, সেই নিয়েই জল্পনা।
সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ও তাপস মণ্ডলের বয়ানের ওপর ভিত্তি করেই অভিষেকের জন্য প্রশ্নমালা সাজানো হয়েছে। তাপস মণ্ডল তাঁর বয়ানে ইডিকে জানিয়েছিলেন, অভিষেকের বার্তাবাহক ছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। তিনিই অভিষেকের বার্তা পৌঁছে দিতেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের কাছে। এর পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির সঙ্গে অভিষেকের কী সম্পর্ক, সে বিষয়েও জানতে চাওয়া হতে পারে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ইডি দফতরে তখন সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস।
টুইট করে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, তারা ভীত নয়। ইংরেজিতে সেখানে লেখা হয়েছে, ‘উই আর নট স্কেয়ার্ড’। আবার ‘স্কেয়ার্ড’-এর শেষ দু’টি অক্ষর (ই এবং ডি) লেখা হয়েছে লাল রং দিয়ে। রাজনীতিকদের একাংশের মতে, তৃণমূল আসলে বোঝাতে চেয়েছে, ইডিকে তারা ভয় পায় না।
The truth?
THEY are scarED. pic.twitter.com/6BsxmQQXh2
— All India Trinamool Congress (@AITCofficial) September 13, 2023