ফের রাঙাপানি! কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার দেড় মাসের মধ্যে বেলাইন মালগাড়ি

কলকাতা: ফের শিরোনামে ফাঁসিদেওয়ার রাঙাপানি। বেলাইন মালগাড়ি৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দেড় মাসের মধ্যে ফের দুর্ঘটনা ঘটল এই রাঙাপানিতেই। যদিও দুর্ঘটনায় হতাহতের কোনও খবর এখনও মেলেনি।…

malgari rangapani

কলকাতা: ফের শিরোনামে ফাঁসিদেওয়ার রাঙাপানি। বেলাইন মালগাড়ি৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দেড় মাসের মধ্যে ফের দুর্ঘটনা ঘটল এই রাঙাপানিতেই। যদিও দুর্ঘটনায় হতাহতের কোনও খবর এখনও মেলেনি। তবে মালগাড়িটে লাইনচ্যুত হওয়ার পরই বন্ধ হয়ে গিয়েছে ওই লাইনের ট্রেন পরিষেবা৷

 

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে  নিউ জলপাইগুড়ি স্টেশনের অদূরে রাঙাপানি এলাকায় লাইনচ্যুত হয় তেলবোঝাই একটি মালগাড়ি। দুটি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়। বড় কোনও ক্ষয়ক্ষতি না হলেও, মাত্র দেড় মাস আগে একই জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা এবং মঙ্গলবার ঝাড়খণ্ডে হাওড়া-মুম্বই মেলের দুর্ঘটনার প্রেক্ষিতে এই ঘটনা ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করা হচ্ছে৷