কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে ফের একবার রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। এবারেও তিনি বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, রাজ্যের অবস্থা আরও খারাপ হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, বাংলার ভবিষ্যৎ সঙ্কটের মুখে এবং তার জন্য দায়ী বর্তমান রাজ্য সরকার। তাঁর এই মন্তব্যের পাল্টা দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন- মন্দিরে নিয়ে গিয়ে মহিলার শ্লীলতাহানি, অভিযুক্ত পুলিশকর্মী! রণক্ষেত্র চন্দ্রকোনা
রাজ্যপালের মূল বক্তব্য, তুষ্টিকরণের রাজনীতি চলছে গোটা বাংলা জুড়ে। একদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেশ ভাগের চক্রান্তকে প্রতিহত করেছিলেন, অন্যদিকে আজ এই নোংরা রাজনীতি করে বাংলার ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাঁর স্পষ্ট অভিযোগ, পশ্চিমবঙ্গে গণতন্ত্র লুন্ঠিত এবং বিপন্ন। এই প্রেক্ষিতে তিনি রাজ্যের সাধারণ মানুষকে প্রতিবাদ করতে আর্জি জানান। একই সঙ্গে বুদ্ধিজীবী মহলকেও তিনি বার্তা দিয়েছেন প্রতিবাদ করার। এক কথায় বলা যায়, এই রাজ্যে রাজ্যপালের ভূমিকায় আসার পর থেকে তিনি মূলত যে অবস্থান নিয়েছিলেন রাজ্যের প্রতি, এখনও তাঁর সেই অবস্থানই রয়েছে।
এদিকে প্রতিবারের মতো এবারেও রাজ্যপালের মন্তব্যের পাল্টা এসেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট কথা, রাজ্যপালের ভূমিকা খুবই দুর্ভাগ্যজনক এবং লজ্জাস্কর। তিনি যেভাবে পক্ষপাততুষ্ট কথা বলছেন তা ঠিক নয়। তিনি এখন পুরোপুরি রাজনৈতিক ব্যক্তিত্বের মতো কথা বলছেন। ঘাসফুল শিবিরের আরও কটাক্ষ, দিন দিন আরও বেশি করে রাজ্যপাল বিজেপির মুখপাত্র হয়ে উঠছেন। মানুষ দেখছে এবং তারা মনে রাখবে।
