কলকাতা: ফের জামিনের আবেদন খারিজ হয়ে গেল হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের। নিয়োগ দুর্নীতি কাণ্ডে আবার জেল হেফাজতের নির্দেশ এল তাঁর বিরুদ্ধে। তবে শুধু তিনি নন, জামিন খারিজ হয়েছে জেল হেফাজতে যাচ্ছেন আরও ৩ জন। সকলকেই ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে আদালতের তরফে। বৃহস্পতিবার আলিপুর আদালত কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষকে নিয়ে এই নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন- কলকাতা বিমানবন্দরে অপেক্ষা করছে এয়ার অ্যাম্বুল্যান্স, কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার খরচ কত জানেন?
নিয়োগ দুর্নীতি কাণ্ডে সরাসরি যুক্ত অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। তাঁর সঙ্গে আর্থিক আদানপ্রদানের অভিযোগে পরে গ্রেফতার হন তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষ। এদিন তিনজনেই আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা দাবি করেছেন যে, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এঁরা প্রত্যেকে জড়িত এবং সকলেই টাকা নিয়েছে। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত ওই তিনজনকে জামিন না দেওয়ার সিদ্ধান্তই নিয়েছে। তাই ২৩ মার্চ পর্যন্ত জেল হেফাজতে থাকবেন তারা। ওইদিনই এই মামলার পরবর্তী শুনানি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ইডি-র মুখোমুখি বনি সেনগুপ্ত! Bonny Sengupta appears before ED in recruitment scam” width=”853″>
ইতিমধ্যেই কুন্তল ঘোষের সঙ্গে নাম জুড়ে গিয়েছে টলিউড অভিনেতা বনি সেনগুপ্তের। তাঁকে ইডি তলব করেছিল যাতে সাড়াও দিয়েছেন তিনি। জানা গিয়েছে, কুন্তলের হয়ে একাধিক ইভেন্টের কাজ করেছিলেন বনি, তার দরুন ‘পারিশ্রমিক’ পেয়েছিলেন। আবার কুন্তল তাঁকে গাড়ি কিনতে ৩৫-৪০ লক্ষ টাকা দিয়েছিল বলেও সংবাদমাধ্যমে স্বীকার করেন বনি। এই নিয়ে এখন শোরগোল সর্বত্র।