কলকাতা: অল্পদিনের মধ্যেই অ্যাডিনোভাইরাস ভীতি বাড়ছে বাংলায়। কারণ দিনদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে শিশুদের মধ্যে। সম্প্রতি নতুন এক নির্দেশিকা জারি করেছিল রাজ্য স্বাস্থ্য দফতর। এবার সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুদের নিয়ে নতুন নির্দেশ দেওয়া হল। আরটিপিসিআর পরীক্ষা থেকে ভেন্টিলেটর ঠিক আছে কিনা, সব দেখে নিতে হবে বলে নির্দেশ এসেছে হাসপাতালগুলির কাছে।
আরও পড়ুন- ‘ফ্রি’র দিন শেষ! এবার ফেসবুক-ইন্সটাগ্রামের জন্য খসবে টাকা! চোখ কপালে ইউজারদের
অ্যাডিনোভাইরাস বাড়তে থাকায় জ্বর ও শ্বাসযন্ত্রে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। এবার থেকে তাদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় এই পরীক্ষার পাশাপাশি হাসপাতালে থাকা পেডিয়াট্রিক ভেন্টিলেটরগুলি ঠিক ভাবে কাজ করছে কিনা তা প্রতিনিয়ত পরীক্ষা করার কথা বলা হয়েছে। এছাড়া হাসপাতালে অক্সিজেন সরবরাহ সহ বাকি সরঞ্জাম ঠিকমতো কাজ করছে কিনা তার দিকেও নজর দিতে হবে বলে নির্দেশ। কিছুদিন আগেই রাজ্যের সবক’টি মেডিক্যাল কলেজ এবং জেলা স্বাস্থ্য দফতরের কাছে নয়া স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছিল।
” style=”border: 0px; overflow: hidden”” title=”অ্যাডিনো ভাইরাস থেকে কত সুরক্ষিত বড়রা? How safe are adults from adenovirus?” width=”835″>
স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই জানিয়েছে, রাত ১২টা থেকে পরের দিন রাত ১২টার হিসেবে প্রতিদিনের রিপোর্ট করতে হবে। আর নির্দিষ্ট স্বাস্থ্যকর্তার হোয়াটসঅ্যাপ নম্বরে এবং ইমেলে পাঠাতে হবে সেই নথি। পাশাপাশি সব হাসপাতালগুলিতে পর্যাপ্ত বেডের ব্যবস্থা রাখতে হবে। জরুরি পরিস্থিতিতে প্রয়োজন হলে, মহিলা মেডিসিন ওয়ার্ডে শিশুরোগ বিভাগ খুলতে হবে।