কলকাতা: আবার এক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে বৃষ্টি চলতে পারে আগামী বেশ কয়েক দিন। সম্প্রতি এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে, দুর্গাপুজোর সময় এমন কোনও পরিস্থিতি থাকতে পারে কিনা। কারণ দেখতে গেলে পুজোর আর বেশি দেরি নেই। তাই এভাবে বারবার ঘূর্ণাবর্ত তৈরি হলে পুজোতেও বৃষ্টির সম্ভাবনা থেকে যায়। এতেই চিন্তা বাড়ছে আম বাঙালির।
নিম্নচাপের জন্য টানা কয়েক দিন বাংলায় বৃষ্টি হয়েছে। অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত বর্ষণে তীব্র গরমের অনুভূতি কমলেও আসন্ন পুজোয় বৃষ্টি হবে কিনা সেই প্রশ্ন সামনে এনেছে। এই প্রেক্ষিতেই আবহাওয়া দফতর জানিয়ে দিল এখনই স্বস্তির কোনও অবকাশ নেই। বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্নাবর্ত তৈরি হয়েছে যা মঙ্গলবারই পরিণত হতে পারে নিম্নচাপে। তার আগে সোমবার থেকেই ভারী বৃষ্টি শুরু হতে পারে রাজ্যের কয়েকটি জেলায়। সকাল থেকে বৃষ্টির দেখা না মিললেও রাতের দিকে বর্ষণ হতে পারে বলে আভাস মিলেছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং হাওড়া জেলায়৷ বেশ কয়েক দফায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে৷
দুর্গাপুজোর আর সত্যি বেশি দেরি নেই। আগামী ১৪ অক্টোবর মহালয়া। আর এখন থেকেই কার্যত জমে উঠতে শুরু করেছে পুজোর কেনাকাটার বাজার। তবে এই সময়ে যদি লাগাতার বৃষ্টি হতে থাকে তাহলে এই পুজোর মার্কেটিং যে ভণ্ড হবে তা বলাই যায়। আর এই বিষয়টি বাঙালির কাছে যে সবথেকে বেশি অসহ্যকর, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।