ফের কলকাতা সরগরম নূপুরের মন্তব্যের বিরোধিতায়, উদ্বেগ প্রকাশ আদালতের

ফের কলকাতা সরগরম নূপুরের মন্তব্যের বিরোধিতায়, উদ্বেগ প্রকাশ আদালতের

কলকাতা: প্রাক্তন বিজেপি নেত্রী নুপুর শর্মার মন্তব্য নিয়ে যে গণ্ডগোল সৃষ্টি হয়েছে গোটা দেশে তা থামছে না। বাংলাও অশান্তি থেকে বাদ নেই। লাগাতার কয়েক দিন ধরে বিক্ষোভ চলছে চারিদিকে। আজ ফের কলকাতায় জমায়েত হয় ওই নেত্রীর মন্তব্যের বিরোধিতা করে। তবে আর যাতে কোনও রকম অশান্তি সৃষ্টি না হয় তার জন্য রাজ্যের এডভোকেট জেনারেলকে নজর রাখতে বললেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

আরও পড়ুন- নজরে রাষ্ট্রপতি ভোট, BJP বিরোধীদের একজোট হওয়ার ডাক দিয়ে দিল্লি যাচ্ছেন মমতা

মঙ্গলবার কলকাতায় একটি সম্প্রদায়ের জমায়েত ও মিছিল নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। আইনজীবী সুস্মিতা সাহা দত্ত আদালতে জানান, প্রায় ১ লক্ষ লোক নিয়ে মিছিল হয়েছে। ওই মিছিল থেকে উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে। পর্যাপ্ত পুলিশ নেই। এর থেকে ফের যদি ‘অশান্তি’ ছড়ায় কী হবে? একই সঙ্গে তাঁর দাবি, এই সব মিছিলে মানা হচ্ছে না কোভিড প্রোটোকল। বিষয়টি শুনে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্যের এজিকে বিষয়টি নজরে রাখতে বলেন। এদিকে আজই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে বাংলার বর্তমান অবস্থার কথা ব্যাখ্যা করে চিঠি দিয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তাঁর অভিযোগ, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যোগ্য ভূমিকা পালন করছে না রাজ্য সরকার।

একই সঙ্গে তিনি জানিয়েছেন যে কী ভাবে হাওড়া সহ একাধিক জায়গায় তাণ্ডব চালানো হয়েছে, এমনকি বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি তিনি এও অভিযোগ করে জানিয়েছেন যে, সাধারণ মানুষের ঘরবাড়ি পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে বিক্ষোভ দেখানোর নাম করে। তাই তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই কেন্দ্রীয় হস্তক্ষেপ চাইছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =