জুনকে রুখতে বড় স্ট্র্যাটেজি অগ্নিমিত্রার! এ কী করে ফেললেন?

জুনকে রুখতে বড় স্ট্র্যাটেজি অগ্নিমিত্রার! এ কী করে ফেললেন?

imagesmissing

পশ্চিম মেদিনীপুর: আসানসোল থেকে এবার জার্নি সোজা মেদিনীপুরের৷ বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পাল৷ আর সেখানে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের জুন মালিয়া৷ তাই এবার বিরোধীকে টক্কর দিতে মানুষের একেবারে কাছে পৌঁছনোর স্ট্র্যাটেজি৷ কখনও পায়ে হেঁটে সাধারণ মানুষের কাছে পৌঁছে জনসংযোগ আবার কখনও টোটোতে কিংবা হুড খোলা গাড়িতে চেপে প্রচার সারছেন প্রার্থীরা। এবার এক অভিনবভাবে ভোট প্রচার করতে দেখা গেল বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পালকে। লোকাল ট্রেনে চেপে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বলতে তিনি এলেন অন্যত্র। সেখানে এসে একটি গ্রামীণ হাটে সাধারণ ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।

স্পেশ্যাল কোনও ট্রেন বা এসি গাড়ি নয়, সাধারণ যাত্রীদের মতলোকাল ট্রেনে খড়গপুর থেকে দাঁতন এলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের এই প্রার্থী। ট্রেনে যাত্রীদের মধ্যে ভোটের প্রচারের পাশাপাশি শুনলেন তাদের অভাব অভিযোগের কথা। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভার ভোট আগামী ২৫মে৷ এরমাঝেই প্রচারে ভিন্ন মাত্রা যোগ৷ 
 

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *