নিজের কেন্দ্রেই ‘গো ব্যাক’! হ্যাক হল অগ্নিমিত্রার টুইটার অ্যকাউন্ট, নালিশ লালবাজারে

নিজের কেন্দ্রেই ‘গো ব্যাক’! হ্যাক হল অগ্নিমিত্রার টুইটার অ্যকাউন্ট, নালিশ লালবাজারে

 

কলকাতা:  আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের টুইটার অ্যাকাউন্ট হ্যাক৷ কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে এমনই অভিযোগ দায়ের করলেন তিনি। কে বা কারা এই টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে তা খতিয়ে দেখছে পুলিশ৷ এদিকে নিজের বিধানসভা কেন্দ্রে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন অগ্নিমিত্রা৷ 

আরও পড়ুন- শত্রুতা ছিল না, তবুও রাতের কলকাতায় শ্যুট আউটের ঘটনায় হতবাক পরিবার

আসানসোলের কালিপাহাড়ি এলাকায় ধস নেমে ক্ষতিগ্রস্ত হয়েছিল বেশ কয়েকটি বাড়ি৷ খবর পেয়েই এদিন সকালে সেখানে পৌঁছন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল৷ এলাকায় ঢুকতেই তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান তোলেন স্থানীয় বাসিন্দারা৷ এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছেন অগ্নিমিত্রা৷ তাঁর কথায়, তৃণমূল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করেছে৷ 

উল্লেখ্য, রবিবার রাতে কালিপাহাড়ি এলাকায় ধস নামে৷ কিন্তু  সোমবার সকালে সেখানে পৌঁছন বিধায়ক৷ অগ্নিমিত্রার অবশ্য দাবি, বিষয়টি শুনেই তিনি রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ সেখানে যেতে চেয়েছিলেন৷  কিন্তু তাঁকে ঘটনাস্থল থেকে সকালে আসার জন্য বলা হয়৷ সোমবার সকালে তিনি এলাকায় পৌঁছতেই স্থানীয়দের একাংশ তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান তোলেন। এক বিক্ষোভকারীর কথায়,  সারা রাত আমরা খুব আতঙ্কের মধ্যে কাটিয়েছি৷  অথচ, সব জেনেও রাতে আসেননি বিধায়ক।

আরও পড়ুন- এই প্রথম রাজ্যে শুরু হল এইচআইভি পসিটিভদের টিকাকরণ

এদিকে মঙ্গলবার সকালেই অগ্নিমিত্রা দেখেন তাঁর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। এর পরেই লালবাজার সাইবার পুলিশ স্টেশনে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন৷ অগ্নিমিত্রা জানান, তাঁর অ্যাকাউন্ট হ্যাক করে পরিচিত লোকজনদের নানা ধরনের ম্যাসেজ পাঠানো হচ্ছে। তাই তাঁর অ্যাকাউন্ট থেকে পাঠানো মেসেজের উত্তর দিতে তিনি নিষেধ করেছেন৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 7 =