ভোটের মুখে ফের সিবিআইয়ের হাতে গ্রেফতার তৃণমূল কর্মী, ব্যারাকপুরে ফরেনসিক দল

ভোটের মুখে ফের সিবিআইয়ের হাতে গ্রেফতার তৃণমূল কর্মী, ব্যারাকপুরে ফরেনসিক দল

কলকাতা: বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে ব্যারাকপুরে এল ফরেনসিক দল৷ অন্যদিকে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী খুনের ঘটনায় আরও এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল সিবিআই৷

নদীয়ায় ভোট-পরবর্তী হিংসায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার চাপড়া থানার অন্তর্গত হদয়পুর গ্রামের বিজেপি কর্মী ধর্ম মণ্ডল খুন হয়েছিলেন৷ ওই ঘটনায় আরও এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল সিবিআই আধিকারিকরা। গোপন সূত্রে খবর পেয়ে নদীয়ার বাদকুল্লা থেকে তৃণমূল কর্মী অপু মণ্ডলকে এদিন গ্রেফতার করে সিবিআই।

আজ তাকে কৃষ্ণনগর জেলা দায়ার আদালতে তোলা হয় এবং সিবিআই আদালতের কাছে পাঁচদিনের হেফাজত চাইলে বিচারক চারদিন সি বি আই হেফাজত মঞ্জুর করে। প্রসঙ্গত, আগামী ৩০ অক্টোবর নদিয়ার শান্তিপুরে রয়েছে উপ নির্বাচন৷ তার আগে ভোট পরবর্তী হিংসায় আরও এক টিএমসিকর্মী সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ায় শাসকদলের দচাপ বাড়ল বলেই মনে করা হচ্ছে৷

অন্যদিকে খাগড়াগড়ের স্মৃতি উস্কে বুধবার সকালে বারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কালিনীবাসে একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে৷ ঘটনাচক্রে বিস্ফোরণটি হয়েছিল একটি ভাড়াটের বাড়িতে৷ তদন্তে নেমে পুলিশ দেখে, বিস্ফোরণ হয়েছে অথচ গ্যাস সিলিন্ডার অক্ষত৷ এরপরই খাগড়াগড়ের বোমা বিস্ফোরণের কাণ্ড মাথা চাড়া দেয় গোয়েন্দাদের৷ তদন্তে নেমে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ড্রামের মধ্যে তরল পদার্থ উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে পুলিশ দুই ভাড়াটিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল৷ আজ ঘটনাস্থলে আসে ফরেনসিক টিম। তারা ঘরের ভেতর থেকে নমুনা সংগ্রহ করছে। এই নমুনা খতিয়ে দেখার পর জানা যাবে কি কারণে এই বিস্ফোরণ হয়েছিল। ঘটনাস্থলের পাহারায় রয়েছে টিটাগর থানার পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =