মহকুমা শাসক থেকে মুখ্য সচিব, দীর্ঘ অভিজ্ঞাতায় সমৃদ্ধ আলাপন বন্দ্যোপাধ্যায়

মহকুমা শাসক থেকে মুখ্য সচিব, দীর্ঘ অভিজ্ঞাতায় সমৃদ্ধ আলাপন বন্দ্যোপাধ্যায়

কলকাতা:  যশ সংঘাতের আবহেই মুখ্য সচিবকে দিল্লি তলব৷ আলাপন বন্দ্যোপাধ্যায়কে অব্যাবতি দেওয়ার জন্য রাজ্যকে চিঠি পাঠাল কেন্দ্র৷ ৩১ মে সকাল ১০টায় দিল্লির নর্থ ব্লকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে৷ আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে কেন্দ্র-রাজ্য তরজা৷ 

আরও পড়ুন- ‘প্রতিহিংসার রাজনীতি করছে ভোটে হারা BJP’, আলাপনকে দিল্লি তলবে তীব্র প্রতিক্রিয়া কুণালের

গতকাল দীঘা ডেভলপমেন্ট অথরিটির দায়িত্ব আলাপন বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ আর তার পরেই কেন্দ্রের এই চিঠি৷  আলাপন বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতাও বিপুল৷ ১৯৮৭ ব্যাচের আইএএস আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেছেন৷ কর্ম জীবনের শুরুতে মহকুমা শাসক, আন্ডার সেক্রেটারি, একাধিক জেলার জেলাশাসক হিসাবে কাজ করেছেন৷ এছাড়াও কলকাতা পুরসভার কমিশনার, পুরসচিব, পরিবহণসচিব, শিল্প সচিব, তথ্য-সংস্কৃতি সচিব, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের প্রধান সচিব এবং স্বরাষ্ট্র সচিব হিসাবেও দায়িত্ব পালন করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়৷ মুখ্য সচিবের দায়িত্ব নেওয়ার আগে আলাপন বন্দ্যোপাধ্যায় ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব৷ 

২০১৫ সালে পুর ভোটের সময় অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনার হিসাবেও নিয়োগ করা হয়েছিল আলাপন বন্দ্যোপাধ্যায়কে৷ যা নিয়ে মামলাও হয়৷ তবে এর পরেও প্রশাসনে তাঁর গুরুত্ব বিন্দুমাত্র কমেনি৷ বরং দিন দিন তা বেড়েছে৷ গত বছর অক্টোবর মাসে মুখ্য সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেন আলাপন বন্দ্যোপাধ্যায়৷ গত ৮ মাস ধরে এই পদে দায়িত্ব সামলাচ্ছেন তিনি৷ ৩১ মে পর্যন্ত তাঁর কার্যকালের মেয়াদ ছিল৷

এক জন আইএএস অফিসারের চাকরির মেয়াদ থাকে ৬০ বছর৷ চলতি মাসেই তাঁর ৬০ বছর পূর্ণ হয়েছে৷ তবে মেয়াদ শেষ হলেও তাঁকে মুখ্য সচিব পদে রেখে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠায় রাজ্য সরকার৷ কেন্দ্র তাতে স্বীকৃতি দেয়৷ কিন্তু যশ নিয়ে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর চাপানউতোরের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী আলাপন বন্দ্যোপাধ্যায়কে ডাকা হল দিল্লিতে৷ বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় যশ বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এই এতেই বাড়ছে চাপানউতোর৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 1 =