সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে উত্তেজনার পারদ, কী পরিস্থিতি কালীঘাটে?

সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে উত্তেজনার পারদ, কী পরিস্থিতি কালীঘাটে?

কলকাতা: পোস্টাল ব্যালেটের গণনা প্রায় শেষ৷ ২৮০০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই মুহূর্তে উত্তেজনা রয়েছে কালীঘাটেও৷ সকাল থেকে স্বাভাবিক ভাবেই কাজকর্ম চলছে কালীঘাটে৷ সেই সঙ্গে কালীঘাটের মজর এখন ভোটের ফলের দিকে৷ কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে দলীয় সমর্থকদের ভিড় করতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী৷ তবে ভোটের ব্যবধান বাড়তে থাকলে দলীয় সমর্থকদের কতখানি আটকে রাখা যাবে, তা নিয়ে সংশয় রয়েছে৷ 

আরও পড়ুন- পোস্টাল ব্যালেটের গণনায় ভবানীপুর কেন্দ্রে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

কালীঘাটে সংবাদমাধ্যমের ভিড় রয়েছে৷ এখানে নিরাপত্তারও পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে৷ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন নিঃসন্দেহে অ্যাডভান্টেজ পাবে তৃণমূল৷ কারণ এটা তৃণমূলের জেতা আসন৷ ২০১১, ২০১৬ এবং সদ্য সমাপ্ত ২০২১ সালের নির্বাচনেও এই কেন্দ্র থেকে জয়ী হয়েছে তৃণমূল৷ বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়েই এই কেন্দ্র থেকে বারবার জয়ী হয়েছে ঘাসফুল শিবির৷ এবারের নির্বাচন বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ৷ কারণ এই উপনির্বাচন মুখ্যমন্ত্রীর আসন ধরে রাখার প্রেস্টিজ ফাইট৷ তবে তৃণমূল নিশ্চিত বিপুল ভোটে জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সকলের নজর থাকবে কালীঘাটের দিকেও৷ 

এই ভোটের দুটি প্রভাব রয়েছে৷ রাজ্য রাজনীতি ও জাতীয় রাজনীতিতে৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হলে বিজেপি’র ভাঙন ত্বরাণ্বিত হতে পারে৷ আর জাতীয় রাজনীতিতে মোদী বিরোধী মুখ হিসাবেও অনেকটা এগিয়ে যাবেনব মমতা বন্দ্যোপাধ্যায়৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 4 =