বিধানসভায় ডাকা হল সর্বদল বৈঠক, বয়কট করতে পারে বিজেপি

বিধানসভায় ডাকা হল সর্বদল বৈঠক, বয়কট করতে পারে বিজেপি

কলকাতা: আগামী সোমবার অর্থাৎ ২৮ জুন বিধানসভায় সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে। দুপুর দেড়টায় বিধানসভায় সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে। কিন্তু বিজেপি এই বৈঠক বয়কট করতে পারে দলের সম্ভাবনা তৈরি হয়েছে। এর মূল কারণ হিসেবে উঠে আসছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বিরোধী দলের বিবাদ।

আগামী ২ জুলাই থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে রাজ্যপালের ভাষণ দিয়ে। তার আগে সোমবার সর্বদল বৈঠক ডাকা হয়েছে বিধানসভায়। কিন্তু বিজেপি এই বিধানসভার বৈঠকে যোগ দেবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই সংশয় তৈরি হয়েছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে এখন কার্যত বিবাদ চরমে রাজ্যের সঙ্গে বিজেপি শিবিরের। মনে করা হচ্ছে, এই কমিটির চেয়ারম্যান কে হবেন তার ওপর নির্ভর করছে আগামী সোমবার বিজেপি সর্বদল বৈঠক যোগ দেবে কিনা। সূত্র মারফত জানা গিয়েছে, যদি বিজেপির পছন্দ অনুযায়ী এই কমিটির চেয়ারম্যান না হন তাহলে তারা আগামী সোমবারের সর্বদল বৈঠক বয়কট করতে পারে। মূলত মুকুল রায়ের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই মুকুল রায়ের বিরোধিতা করেছেন এবং আদালতে যাবার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন। কিন্তু গতকাল নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা মুকুল রায়কে সমর্থন করবেন বিধানসভায়। অতএব এই কমিটির চেয়ারম্যান পদকে কেন্দ্র করে এখন টক্কর হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির।

আরও পড়ুন: লোকাল ট্রেন খুলছে? কী বললেন মুখ্যমন্ত্রী

এদিকে গতকাল বিধানসভায় বিজেপির দাবি খারিজ হয়ে গেছে কারণ স্ক্রুটিনির পর পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রার্থী তালিকায় রয়েছে মুকুল রায়ের নাম। ২০ সদস্যের কমিটির প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে গতকাল। তাতে নাম রয়েছে বিজেপি থেকে ফের একবার তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া মুকুল রায়ের। স্ক্রুটিনির সময়ে প্রার্থী তালিকা থেকে নাম বাদ দেওয়া হোক মুকুল রায়ের, এমন দাবি তুলছেন বিজেপি। কিন্তু অবশেষে বিজেপির দাবি খারিজ হয়ে গেছে বিধানসভায়। কারণ স্ক্রুটিনির পর সেই তালিকায় নাম রয়েছে মুকুল রায়ের। এই ইস্যুতে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, মুকুল রায় বিজেপির প্রতীকে নির্বাচনে জিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন। এর মধ্যে দিয়ে এটাই প্রমাণ হয়ে গেল যে, মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন অবিলম্বে প্রয়োগ করা যায়। একইসঙ্গে শুভেন্দু অধিকারী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে অনড় রয়েছেন।

আরও পড়ুন:  ত্রিপল কেলেঙ্কারি মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন না শুভেন্দু

তাৎপর্যপূর্ণ ব্যাপার, গতকাল নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, পিএসিতে মুকুল রায়কে সমর্থন করবেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মনোনয়ন যে কেউ জমা দিতে পারেন। যিনি জমা দিয়েছেন তিনি মুকুল রায় বিজেপি দলের সদস্য। অসুবিধার কী আছে? তাঁকে তো কালিম্পং থেকে বিনয় তামাংদের দলও সমর্থন দিয়েছে। আর আমরাও সমর্থন দেবো।” তিনি এই বিষয়ে আরো বলেন, কার কত শক্তি আছে তা দেখা যাবে। কমিটির প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রয়েছে বিধানসভার অধ্যক্ষের এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে। যদি ভোটাভুটি হয় তাহলে তারাই জিতবেন বলে আত্মবিশ্বাসী মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 16 =