ভোট পরবর্তী হিংসা মামলা: CBI-এর বিরুদ্ধে অতিসক্রিতার অভিযোগ

ভোট পরবর্তী হিংসা মামলা: CBI-এর বিরুদ্ধে অতিসক্রিতার অভিযোগ

কলকাতা: সিবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গ্রহণ করল না ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিধানসভা নির্বাচনের পর থেকেই জেলায় জেলায় অশান্তি, খুন, খুনের চেষ্টার পাশাপাশি ধর্ষণ মতো ঘটনাযেমন ঘটেছে বলে অভিযোগ। তেমনি বাড়ি ভাঙচুর, লুটপাট মতো ঘটনাও ঘটেছে বলে ৯ টি পৃথক জনস্বার্থ মামলায় হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি সৌমেন সেন, বিচারপতি আই পি মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি সুব্রত তালুকদারকে নিয়ে বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়েছিল। চলতি বছরের অগাস্ট মাসে খুন, খুনের চেষ্টা, ধর্ষণের মতো অপরাধ গুলি CBI-কে তদন্তের নির্দেশ দিয়েছিল বৃহত্তর বেঞ্চ।

আরও পড়ুন- ‘মুখ্যমন্ত্রীকে অনির্বাচিত রাখাই প্রধান লক্ষ্য’, প্রার্থী না দিয়ে ঘোষণা শুভেন্দুর

সোমবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তোলেন হাওড়া নিবাসী অক্ষয় কুমার সামন্ত। তাঁর আইনজীবী সৌম চক্রবর্তীর অভিযোগ, অক্ষয় কুমার সামন্তর বিরুদ্ধে একটি অভিযোগ ছিল। সেই ঘটনায় তিনি গোপন জবানবন্দিও দিয়েছিলেন। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে কোন খুনের অভিযোগ নেই। অথচ সিবিআই ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাঁকে গ্রেফতার করেছে। যা আদালত অবমাননার সমান। কারণ বৃহত্তর বেঞ্চে নির্দেশ ছিল খুন, খুনের চেষ্টা, এই ধরনের অভিযোগ থাকলে সিবিআই তদন্ত করবে, বলে জানিয়েছেন আইনজীবী।

আরও পড়ুন- ভয়েস টেস্ট নিয়ে হাইকোর্টে খারিজ মাদককাণ্ডে গ্রেফতার রাকেশ সিং-এর আবেদন 

গত ৬ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করে সিবিআই, কিন্তু তিনি এখনো পর্যন্ত জামিন পাননি বলে জানা গিয়েছে। তার বিরুদ্ধে খুনের চেষ্টার এমন কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। হাইকোর্টে অভিযোগ, পরবর্তী সময়ে এই ব্যক্তির বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =