রাতের অন্ধকারে মেশিন সরানোর অভিযোগ, টিটাগর লুমটেক্স জুট মিলে শ্রমিক অসন্তোষ

রাতের অন্ধকারে মেশিন সরানোর অভিযোগ, টিটাগর লুমটেক্স জুট মিলে শ্রমিক অসন্তোষ

টিটাগড়: চলছে বিদায় পালা৷ এখও টাটকা উৎসবের আমেজ৷ এরই মাঝে রুজি রুটির টানকে কেন্দ্র করে বিষাদের সুর টিটাগড়ে৷ টিটাগর লুমটেক্স জুট মিলে শ্রমিক অসন্তোষ। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিক বঞ্চনার একাধিক অভিযোগে সরব হলেন শ্রমিকেরা৷ শনিবার সকালে কারখানায় গেটের সামনে বিক্ষোভ দেখান তাঁরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা৷ 

শ্রমিকদের দাবি, পুজোর সময় তিন দিন বন্ধ ছিল লুমটেক্স জুটমেল৷ সেই বন্ধের সময় মালিক কর্তৃপক্ষ মিল থেকে প্রচুর যন্ত্রাংশ ও বড় বড় মেশিন রাতের অন্ধকারে অন্যত্র সরিয়ে ফেলেছে৷ এদিন সকালে কারখানায় কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকেরা দেখেন বহু মেশিন বেপাত্তা৷ এরপরই তাঁদের সন্দেহ দৃঢ় হয়৷ তাঁদের অভিযোগ, চালু কারখানাকে বিক্রি করে দেওয়ার ফন্দি চলছে৷

এই লামটেক্স জুটমিলে স্থায়ী-অস্থায়ী মিলে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করেন। স্বভাবতই, কারখানা বন্ধ হয়ে গেলে এই সাড়ে তিন হাজার পরিবার অথৈ জলে পড়বেন৷ তাঁদের অভিযোগ, সময়ের চেয়ে বেশি কাজ করতে হয়৷ তবু কিছু বলা হয় না৷ এদিকে প্রভিডেন্ট ফান্ডের টাকাও জমা পড়ছে না ঠিকমতো৷ বলতে গেলে কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু জানাতে চান না৷ উল্টে বেশি জানতে গেলে নানা রকম কোপের মুখে পড়তে হয়৷ কারখানার যন্ত্রাংশ কোথায় গেল, জানতে চেয়ে এদিন বিক্ষোভে সামিল হল শ্রমিকেরা৷ যদিও তবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেছেন তাঁরা৷ আলোচনায় রয়েছে মালিক পক্ষও৷ তবে এবিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =