কলকাতা: তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের পর থেকেই উত্তপ্ত আরজি কর৷ টানা কর্মবিরতিতে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা৷ অন্যদিকে, হাসপাতালজুড়ে এখন আতঙ্কের ছায়া৷ জুনিয়র মহিলা চিকিৎসকদের মধ্যে পড়েছে হোস্টেল ছাড়ার হিড়িক৷ ১৬০ জনের মধ্যে ১৭ জনে এসে ঠেকেছে৷
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক ছাত্রী বলেন, ‘‘৯ অগাস্টের আগে পর্যন্ত এই হোস্টেলে বিভিন্ন কোর্সে পড়া ১৬০ জন জুনিয় মহিলা ডাক্তার ছিলেন৷ এখন মাত্র ১৭ জন আছেন।’’ ধর্ষণ ও খুনের ভয়াবহ ঘটনার পর থেকেই ছাত্রী হস্টেল শুনশান। অধিকাংশ মহিলা পড়ুয়াই ভয়ে হস্টেল ছাড়তে শুরু করেন৷
জুনিয়র ডাক্তাররাই জানালেন, নার্সিং হস্টেল বাদে আর জি কর কলেজের অধিকাংশ হস্টেলই এখন ফাঁকা৷ এক অজানা আতঙ্ক সকলকে গ্রাস করেছে। যাঁরা একেবারেই নিরুপায়, শুধু তাঁরাই থেকে গিয়েছেন। এই মর্মান্তিক ঘটনা কেউ মন থেকে মুছে ফেলতে পারছে না৷