দল বদলের জল্পনার মাঝেই BJP-র বৈঠকে আমন্ত্রণ রাজীবকে, বিতর্ক দলের অন্দরে

দল বদলের জল্পনার মাঝেই BJP-র বৈঠকে আমন্ত্রণ রাজীবকে, বিতর্ক দলের অন্দরে

কলকাতা:  ভোটের ফল প্রকাশের পর থেকেই বেসুরো ছিলেন তিনি৷ গুটিয়ে রেখেছিলেন নিজেকে৷ মাথাচাড়া দিয়েছিল দল বদলের জল্পনাও৷ সেই জল্পনার মধ্যেই এবার বিজেপি’র বৈঠকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত৷ বিজেপি’র রাজ্য কমিটির বৈঠকে ডাক পাচ্ছেন রাজীব৷ এমনটাই সূত্রের খবর৷ 

আরও পড়ুন- যেখানে সেখানে আর টিকা কেন্দ্র নয়, বাধ্যতামূলর রেজিস্ট্রেশন, নয়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

আগামী ২৯ তারিখ দলের রাজ্য কমিটির কার্যনির্বাহী বৈঠকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি’র রাজ্য নেতৃত্ব৷ এর জন্য দলের বিশিষ্ট নেতা রথীন্দ্রনাথ বসুকে রাজীবের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছে৷ যা নিয়ে দলের অন্দরে বিভ্রান্তি, বিতর্ক মাথা চাড়া দিয়েছে৷ কারণ, বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই কার্যত দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ দলীয় নেতৃত্বের সঙ্গে  যোগাযোগও ছিল না৷ বরং সোশ্যাল মিডিয়ায় দলের সমালোচনায় মুখর হয়েছিলেন৷ শুধু তাই নয়, তাঁকে দেখা গিয়েছিল কুণাল ঘোষের বাড়িতে৷ তাঁর গাড়িতে তৃণমূল কংগ্রেসের উত্তরীয় ও ব্যাজ নিয়েও তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়৷ তিনি আদৌ বিজেপি’র সঙ্গে থাকতে চাইছেন কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছিল৷ 

আরও পড়ুন- শুধু টিকা নয়, করোনার ওষুধও সংগ্রহ করত দেবাঞ্জন, তৈরি করেছিল KMC- র জাল হলগ্রাম

শনিবার বিজেপি’র রাজ্য দফতরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের লেখা দুটি চিঠি এসে পৌঁছয়৷ এর মধ্যে একটি চিঠি এসেছে মুখ বন্ধ খামে৷ অন্যটি খোলা চিঠি পাঠিয়েছেন৷ বিজেপি’র রাজ্য কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর কাছে মুখ বন্ধ খামে চিঠি পাঠিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ ফলে ওই চিঠিতে তিনি কী লিখেছেন, তা এখনও জানা যায়নি৷ অন্যদিকে খোলা চিঠিতে ডোমজুড়ে ঘরছাড়া বিজেপি কর্মীদের নাম ও ঠিকানা উল্লেখ করেছেন রাজীব৷ অনেকেই মনে করছেন তৃণমূল থেকে সাড়া না পেয়েই গেরুয়া শিবিরের দিকেই ঝুঁকছেন তিনি৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − fourteen =