কলকাতা: রবীন্দ্র জয়ন্তীতে বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিন স্বাভাবিকভাবেই কোনও রাজনৈতিক আলোচনা করেননি বা ভাষণ দেননি তিনি। কিন্তু আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে প্রচার তো সারতেই হবে। তাই জানা গিয়েছে আগামী মাসেই আবার বাংলায় আসবেন শাহ। তবে এখানেই শেষ নয়। সূত্রের খবর, তৃণমূলের নয়া কর্মসূচি চিন্তায় ফেলেছে বঙ্গ বিজেপি শিবিরকে। তাই অমিত শাহ আগামী মাস থেকে প্রত্যেক মাসে বাংলায় আসতে পারেন।
‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে এখন জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুনের মাসেই এই কর্মসূচি শেষ হওয়ার কথা। সেই প্রেক্ষিতে আন্দাজ করা গিয়েছে যে, জুলাইয়ের শেষ বা অগাস্টের প্রথম সপ্তাহে পঞ্চায়েত ভোট হতে পারে রাজ্যে। তাই আগামী মাসেই রাজ্যে ফের আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর লক্ষ্য শুধু পঞ্চায়েত নির্বাচন নয়, ২০২৪ সালের লোকসভা নির্বাচন। আগেই বঙ্গের এক জনসভা থেকে তিনি বিজেপি নেতৃত্বকে ৩৫ আসনের লক্ষ্য স্থির করে দিয়েছিলেন লোকসভা ভোটের জন্য। তাই সংগঠন আরও মজবুত করতে অনেক পরামর্শই তিনি দিচ্ছেন বঙ্গ বিজেপি শিবিরকে। সূত্রের খবর, নিজেও বাংলায় এসে দলীয় নেতা-কর্মীদের মনোবল আরও বৃদ্ধির কাজ করতে চান শাহ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”বাঙালি আবেগ জাগিয়ে তুলতেই রবীন্দ্র সন্ধ্যায় সামিল শাহ? ভোটবাক্সের দিকে নজর শাহের ?” width=”853″>
লোকসভা নির্বাচনে বাংলায় ৪২ আসনের মধ্যে ৩৫টি আসন দখলের লক্ষ্যমাত্রা যেমন বেঁধেছেন অমিত শাহ, তেমনই তৃণমূলের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁধে দিয়েছেন ৪০টি আসনের লক্ষ্যমাত্রা। গেরুয়া শিবির ইতিমধ্যেই ১৮টি আসন থেকে কমে ১৬ হয়েছে। তাই আগামীতে কাজ যে সহজ নয়, তা স্পষ্ট। এই অবস্থায় টার্গেট পূরণের ভার সম্পূর্ণ রাজ্য বিজেপি নেতৃত্বের ওপর ছেড়ে দিতে চাইছেন না অমিত শাহ। তাই প্রতি মাসেই তাঁর আগমন হতে পারে বঙ্গে।
