কলকাতা: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই উদ্বোধন হওয়ার কথা অযোধ্যার রাম মন্দিরের। আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এই অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে। মন্দির উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু বিষয় হল, তার আগেই কলকাতায় ‘রাম মন্দির’ উদ্বোধন হয়ে যাবে! শুনতে অবাক লাগলেও, আসন্ন দুর্গাপুজোয় এমনটা হতে চলেছে।
আগেই জানা গিয়েছিল, এ বছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতে আসতে পারেন জেপি নাড্ডা। ওই পুজোর হর্তাকর্তা বিজেপি নেতা সজল ঘোষ। ষষ্ঠীর দিন সেখানে এসে উত্তর কলকাতার বেশ কয়েকটি পুজো ঘুরে দেখার কথা তাঁর। এবার জানা গেল, দ্বিতীয়ার দিন শহরে আসার সম্ভাবনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আসলে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনে তাঁকে চেয়ে আগেই আর্জি জানিয়েছিলেন প্রধান উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষ। বৃহস্পতিবার বিকেলে সেই আর্জি মঞ্জুর হয়েছে বলে দাবি করেছেন তিনি। আর তেমন হলে কলকাতাতেই ‘রাম মন্দির’ উদ্বোধন করবেন শাহ। কারণ এই মণ্ডপ রাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ১৬ অক্টোবর এক ঘন্টার জন্য কলকাতায় আসতে পারেন অমিত শাহ। সজল ঘোষের পুজো উদ্বোধন করেই ফিরে যাবেন দিল্লিতে। কলকাতায় আর কোনও কর্মসূচি নেই তাঁর। উল্লেখ্য, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে অমিত শাহ কলকাতার পুজোয় এসেছিলেন সেই ২০১৯ সালে। এবার পুজোতে এলে ৩ বছর পরই আসবেন।