কলকাতা: বুধবার ধর্মতলায় শাহী সভায় বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ সংক্ষিপ্ত ভাষণে মমতার সরকারকে কড়া ভাষায় বিঁধলেন নন্দিগ্রামের বিজেপি বিধায়ক। এদিন বক্তব্য রাখতে উঠে শুভেন্দু বলেন, ‘গতকালকে বিধানসভা থেকে আমাকে তাড়িয়েছে। আমি আপনাদের মাধ্যমে বলছি লোকসভা নির্বাচনে মমতাকে সাসপেন্ড করবেন তো?’ এর পর মমতাকে ‘চোর’ বলেও তোপ দাগেন শুভেন্দু। লেন চোর ধরো জেল ভরো স্লোগান।
এদিকে, অমিত শাহ কলকাতায় আসার আগেই শহর জুড়ে পোস্টার সাঁটে তৃণমূল৷ সেখানে লেখা ‘মোটা ভাই, ভোট নাই’৷ এ প্রসঙ্গে সভার আগে শুভেন্দু বলেন, ‘কলকাতায় যে পোস্টার পড়েছে – মোটা ভাই, ভোট নাই…এটা দেখেই বোঝা যাচ্ছে তৃণমূলের সংস্কৃতি কী৷ ওরা অসভ্য। আমার বাড়ির সামনে গিয়েছিল। নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে গিয়েছিল। বিজেপি কর্মীদের বাড়ি ঘিরবে বলেছিল। হাই কোর্ট কান মুলে দিয়েছে। ধর্মতলায় এখনই পঁচিশ হাজার লোকের জমায়েত হয়েছে। বেলা ১টার মধ্যে এক লক্ষ লোক ছাড়িয়ে যাবে সেখানে।’