গত পাঁচ বছরে বেড়েছে নগদের পরিমাণ, মোট কত সম্পত্তির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়?

কলকাতা: অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ হলফনামা থেকে জানা গিয়েছে, অভিষেকের হাতে এখন নগদ…

অভিষেক

কলকাতা: অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ হলফনামা থেকে জানা গিয়েছে, অভিষেকের হাতে এখন নগদ রয়েছে ৭ লক্ষ ৭৩ হাজার ৩৩৫ টাকা (৪ মে পর্যন্ত)। ২০১৯ সালের লোকসভা ভোটে তিনি যখন মনোনয়ন জমা দিয়েছিলেন, তখন অভিষেকের হাতে নগদ ছিল ৯২ হাজার ৫০০ টাকা। পাঁচ বছরে সেই অঙ্ক অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

 

অভিষেক-পত্নী রুজিরার হাতে নগদ কোনও অর্থ নেই বলেই হলফনামায় উল্লেখ করা হয়েছে৷ তবে তাঁর দুই সন্তান-১০ বছরের মেয়ে এবং চার বছরের ছেলের হাতে নগদ রয়েছে বলে হলফনামায় জানিয়েছেন তৃণমূলের সেনাপতি। তাদের হাতে যথাক্রমে ৬০ হাজার ৭৮১ টাকা এবং ৬১ হাজার ১৬৩ টাকা রয়েছে।

 

এছাড়াও গত পাঁচ বছরে বৃদ্ধি পেয়েছে অভিষেকের অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ৷ ৭১ লক্ষ ৪০ হাজার ৭৩৯ টাকা ৪৫ পয়সা থেকে বেড়ে হয়েছে ১ কোটি ২৬ লক্ষ ২০ হাজার ২০৪ টাকা। বেড়েছে স্ত্রী রুজিরার অস্থাবর সম্পত্তির পরিমাণও৷  ৩৫ লক্ষ ৫৫ হাজার ৯১৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৮ লক্ষ ৭০ হাজার ৩৮২ টাকা। ২০১৯-এ অভিষেকের একটি সন্তান ছিল৷ তার অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৩০ লক্ষ ৯৭ হাজার ৬৬৪ টাকা। ২০২০ সালে তাঁর পুত্র সন্তান নয়৷ এ বার দুই সন্তান মিলিয়ে তাদের সম্পত্তির পরিমাণ ২৭ লক্ষ ৭৩ হাজার টাকার কিছু বেশি।

অপরিবর্তিত রয়েছে অভিষেক-রুজিরার সম্পত্তির পরিমাণ৷ তাঁদের কাছে যথাক্রমে রয়েছে ৩০ গ্রাম ও ৬৫৮ গ্রাম সোনা। ছেলের নামে রয়েছে ৫০ গ্রাম সোনা। যার মূল্য প্রায় তিন লক্ষ ৩২ হাজার টাকা।

বাড়ি, জমি ইত্যাদি স্থাবর সম্পত্তি নেই অভিষেক ও রুজিরার নামে। একটি আর্থিক সংস্থা থেকে অভিষেকের ঋণ রয়েছে তিন লক্ষ ৬০ হাজার টাকা৷ তবে গত পাঁচ বছরে বেড়েছে ফৌজদারি মামলার সংখ্যা৷ ২০১৯ সালে অভিষেকের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলাই ছিল না। এ বার তাঁর বিরুদ্ধে দু’টি মামলা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *