Aniket Mahato transfer case
কলকাতা: জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর মামলায় হাই কোর্টে ধাক্কা রাজ্যের৷ বুধবার অনিকেত মাহাতোর মামলায় রায় ঘোষণা করে উচ্চ আদালত। অনিকেত মাহাতোকে রাজ্য সরকারের তরফে রায়গঞ্জে বদলির যে নির্দেশ দেওয়া হয়েছেিল তা বাতিল করে দেওয়া হয়৷ অবিলম্বে তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজে পোস্টিং দেওয়ার নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
‘পছন্দের জায়গায় পোস্টিং না দেওয়া হলে কাউন্সেলিংয়ের মানে কী?’ এই প্রশ্ন তুলে আদালতে মামলা করেছিলেন অনিকেত ও তাঁর দুই সহকর্মী দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়া৷ তাঁদের দাবি ছিল, জুনিয়র ডাক্তারদের কাউন্সেলিং প্রক্রিয়ায় পছন্দের জায়গা জানানো হয়, কিন্তু শুধুমাত্র তাঁরা তিনজনই নিজেদের পছন্দের পোস্টিং পাননি।
পেছনের প্রেক্ষাপট
অনিকেত আরজি কর আন্দোলনের অন্যতম মুখ। তাঁকে রায়গঞ্জে বদলি করা হয়েছিল, আর দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়া যথাক্রমে মালদহের গাজোল ও হুগলির আরামবাগে বদলি করা হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল। ডব্লিউবিজেডিএফের মাধ্যমে জুনিয়র ডাক্তাররা রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেন।
হাইকোর্টের পর্যবেক্ষণ Aniket Mahato transfer case
বিচারপতি বিশ্বজিৎ বসু স্পষ্ট করেছেন, মেধা ও প্রক্রিয়াগত ন্যায় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আদালত উল্লেখ করেছে, অনিকেত সহ-তিনজনের ক্ষেত্রেই নিয়োগের প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করা হয়নি, যা গ্রহণযোগ্য নয়। হাইকোর্টের রায়ে বলা হয়েছে, অনিকেতকে আরজি করেই পোস্টিং দিতে হবে।
রাজ্যের প্রতিক্রিয়া
রাজ্য সরকার এই রায়ে সন্তুষ্ট নয়। তারা ৭ অক্টোবর পর্যন্ত রায় স্থগিত রাখার আবেদন জানিয়েছিল। তবে বিচারপতি বসু সেই আবেদন খারিজ করে দিয়েছেন।
এই রায়ে অনিকেত মাহাতোর কাছে বড় জয় এসেছে। অন্যদিকে, বাকি দুই চিকিৎসকের (দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়া) বদলির ইস্যু এখনও বিচারাধীন।
Bengal: The Calcutta High Court overturned the West Bengal government’s transfer order for junior doctor Aniket Mahato, directing his immediate return to RG Kar Medical College. The court’s decision comes after a petition challenging the transfer as arbitrary, sparking a major legal dispute.










