আনিস খানের রহস্য মৃত্যুর রিপোর্ট ফিরল এজলাসের দরজা থেকে, মঙ্গলে শুনানির সম্ভাবনা

আনিস খানের রহস্য মৃত্যুর রিপোর্ট ফিরল এজলাসের দরজা থেকে, মঙ্গলে শুনানির সম্ভাবনা

কলকাতা:  আমতার ছাত্রনেতা আনিস খানে রহস্য মৃত্যুর রিপোর্ট ফিরে গেল এজলাসের দরজা থেকে৷ সোমবার হল না শুনানি৷ এদিন বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে মামলার শুনানি  হওয়ার কথা ছিল৷ অনিবার্য কারণবশত তা হয়নি৷ সম্ভবত মঙ্গলবার শুনানি হবে৷ 

আরও পড়ুন- হাই কোর্টের নির্দেশে মুকুল রায়ের ‘দলত্যাগ’ মামলায় ফের শুনানি, জানালেন স্পিকার

গত ফেব্রুয়ারি মাসে মৃত্যু হয় ছাত্রনেতা আনিস খানের৷ আনিস হত্যা মামলায় রিপোর্ট তৈরি করে ফেলেছে বিশেষ তদন্তকারী দল সিট৷ কিন্তু, বিচারপতি না বসায় এদিন তাঁরা সেই রিপোর্ট জমা দিতে পারেননি৷ ফিরে গেলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। যদিও সিটে-র তদন্তে আস্থা নেই বলেই বারবার দাবি জানিয়ে এসেছে আনিস খানের পরিবার৷ আনিসের বাবা সালেম খান হাই কোর্টে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তবে গত মাসে এই মামলার শুনানির সময় রাজ্য পুলিশেই আস্থা রাখে হাই কোর্ট। বিচারপতি বলেছিলেন, পুলিশকে এক বার শেষ সুযোগ দেওয়া হবে। তারা নিজেদের নিরপেক্ষতা  প্রমাণ করুক। সেই সঙ্গে সিট-এর কাছে রিপোর্টও তলব করেন বিচারপতি রাজাশেখর মান্থা।

সোমবার আনিস খানের রহস্য মৃত্যু মামলায় সিট-এর প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার শেষ সময়সীমা ছিল৷ সেই মতো মুখ বন্ধ খামে রিপোর্ট নিয়ে হাজির হয়েছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল৷ তবে এজলাসে না বসায় ফিরতে হয় তাঁকে৷