কলকাতা: ছাত্রনেতা আনিস খানের রহস্য মৃত্যুতে উত্তাল গোটা রাজ্য৷ সত্য উদঘাটনে সিবিআই তদন্ত দাবি করেছে আনিস খানের পরিবার৷ এর পরেই এল খুনের হুমকি৷ ‘সিবিআই তদন্ত চাইলেই বাপ-বেটাকে খুন৷’
আরও পড়ুন- রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি! কত দিন থাকবে ঝঞ্ঝাট? জানাল হাওয়া অফিস
উল্লেখ্য, আনিস হত্যাকাণ্ডের ভার নিয়েছে সিট৷ মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন নিরপেক্ষ তদন্ত হবে৷ মঙ্গলবার দফায় দফায় আনিসের বাড়িতে যান সিটের প্রতিনিধিরা৷ কিন্তু সেখানে যাওয়ার পর এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের৷ আনিসের বাবার সাফ কথা, সিটের উপর তাঁদের ভরসা নেই। সিবিআই তদন্তের দাবিতে অনড় তাঁরা৷ এদিকে আনিসের মোবাইল নিজেদের হেফাজতে চেয়ে তাঁর পরিবারকে নোটিস দেন তদন্তকারী অফিসাররা৷ নোটিস গ্রহণ করার আগে ১০ মিনিট সময় চেয়ে নেন তাঁরা৷ নিজেদের মধ্যে আলোচনার পর জানান, পুলিশের হাতে আনিসের মোবাইল তাঁরা তুলে দিতে রাজি নন৷ ফলে নোটিসে স্বাক্ষর করতেও অস্বীকার করেন আনিসের বাবা সালেম খান৷
রাতে সিটের অফিসাররা বাড়ি থেকে চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা সকলে ঘুমিয়ে পড়েন৷ আনিসের দাদা জানান, রাত তখন ১টা বেজে ৪ মিনিট৷ অচেনা একটি নম্বর থেকে কল আসে তাঁর ফোনে৷ অভিযোগ, ফোনের ওপাড় থেকে খুনের হুমকি দেওয়া হয় তাঁকে৷ আনিসের দাদার দাবি, ফোনে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে বলেন, ‘সিবিআই তদন্ত চইলে পরিবারের সকলকে প্রাণে মেরে ফেলা হবে।’ তাঁদের কথোপকথনের অডিওটি নিমেষে ভাইরাল হয়ে যায়৷ যদিও ওই অডিওর সত্যতা যাচাই করেনি আজবিকেল.কম৷
সূত্রের খবর, প্রয়োজনে কবর থেকে তুলে আনিসের দেহ ফের ময়নাতদন্ত হতে পারে। আধিকারিকদের কথায়, তদন্তের খাতিরে আনিসের নখের নমুনা এবং কোনও হাড়ে আঘাত রয়েছে কিনা তা জানা প্রয়োজন। সিটের আধিকারিকরা ইতিমধ্যেই আনিসের পরিবারকে দ্বিতীয়বার ময়নাতদন্তের সম্ভাবনার কথা জানিয়েছেন। এবার ময়নাতদন্ত হলে তা হবে কলকাতার হাসপাতালে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>