জয়নগর: মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরনোর পরই দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয়েছে জয়নগর থানার অন্তর্গত বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য সাইফুদ্দিন লস্করের। এই ঘটনাকে কেন্দ্র করে আপাতত অগ্নিগর্ভ জয়নগর। সিপিএম কর্মী-সমর্থকদের একের পর এক বাড়িতে ভাঙচুর চালিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছিল। এবার জানা গেল, এলাকার জনরোষে আরও একজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, তৃণমূল নেতাকে খুনের পর এক দুষ্কৃতী পালানোর চেষ্টা করছিল। কিন্তু তাকে এলাকাবাসীর কয়েকজন ধরে ফেলে ব্যাপক মারধর শুরু করে। সেখানেই তাকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনার জন্য এলাকার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে গিয়েছে। যদিও স্থানীয় প্রশাসনের তরফে এখনও এই ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে খবর, নেতা খুনের ঘটনায় আপাতত ২ জনকে আটক করা হয়েছে। তার মধ্যে একজন আবার হাসপাতালে চিকিৎসাধীন। এই মুহূর্তে পরিস্থিতি সামল দিতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বিশাল পুলিশবাহিনী।
গোটা ঘটনা নিয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতা শওকত মোল্লা। তাঁর বক্তব্য, বিজেপি ও সিপিএম আশ্রিত সমাজ বিরোধীরা গুলি করে খুন করেছে এই তৃণমূল নেতাকে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিরোধীদের কোনও স্থান হচ্ছে না। তাই শাসক দলকে চাপ ফেলার চেষ্টায় এখন দলীয় নেতাদের খুন করা হচ্ছে। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন তিনি।