কলকাতা: বৃহস্পতিবার গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য ইডিকে সবুজ সঙ্কেত দিয়েছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-ও সেইমতো প্রস্তুতি শুরু করে দেয়৷ এই আবহে আবার জেল হেফাজত হল তৃণমূল নেতার। আসানসোলের বিশেষ সিবিআই আদালত তাঁকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ মার্চ।
আরও পড়ুন- অন্তরাল থেকে মুখ খুললেন হৈমন্তী, কী বললেন নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো ‘রহস্যময়ী’?
এখন অবশ্য চর্চার বিষয় অন্য। অনুব্রত মণ্ডলকে আদতে দিল্লি নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা তা নিয়েই জল্পনা। কারণ নিজের দিল্লি যাত্রা আটকাতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন বীরভূমের তৃণমূল নেতা। আসানসোলের সিবিআই আদালতের দিল্লি সংক্রান্ত নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে একসঙ্গে দুটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। কলকাতা হাইকোর্ট এবং দিল্লি হাইকোর্টে গিয়েছেন অনুব্রতর আইনজীবী। দুই জায়গাতেই দ্রুত শুনানির আর্জিও জানান হয়েছে। অনুব্রতকে এখনও কেন দিল্লিতে হাজির করানোর হচ্ছে না, মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সেই প্রশ্নের মুখে পড়েছিল ইডি। এর পরেই শুরু হয় গরু পাচার মামলায় ধৃত অনুব্রতকে আসানসোলের জেল থেকে দিল্লি নিয়ে যাওয়ার তৎপরতা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ায় অনুমতি! CBI special court gives nod to take Anubrata to Delhi” width=”853″>
তবে জেল হেফাজত হলেও আদালত সূত্রে খবর, অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে। কিন্তু দুই হাইকোর্টেই অনুব্রত মণ্ডলের মামলার শুনানির আর্জি গৃহীত হয়েছে। এখন দেখার এই আবেদনের প্রেক্ষিতে তৃণমূল নেতার দিল্লি যাত্রায় কোনও প্রভাব পড়ে কিনা। আপাতত সমস্ত বন্দোবস্ত না হওয়ায় অনুব্রতকে নিয়ে দিল্লি রওনা হতে পারেননি ইডির অফিসাররা।