মাসে মাসে সায়গলকে ৫ কোটি ‘প্রোটেকশন মানি’ দিতেন অনুব্রত! বড় কারণ

মাসে মাসে সায়গলকে ৫ কোটি ‘প্রোটেকশন মানি’ দিতেন অনুব্রত! বড় কারণ

কলকাতা: তাঁকে দিল্লি নিয়ে চলে যাওয়ার পর জেরাও শুরু করে দিয়েছে ইডি। আর অনুব্রত মণ্ডলকে নিয়ে আরও এক বিস্ফোরক তথ্য তারা সামনে এনেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, মাস গেলে ৫ কোটি টাকা তাঁর দেহরক্ষী সায়গল হোসেলের অ্যাকাউন্টে দিতেন তৃণমূল নেতা। এটা নাকি ছিল ‘প্রোটেকশন মানি’। কিন্তু কেন এই টাকা যেত সায়গলের অ্যাকাউন্টে, কীসের সুরক্ষা? 

আরও পড়ুন- গুরুত্বপূর্ণ পদ গেল ফিরহাদের, কী কারণে এমন সিদ্ধান্ত, জল্পনা

গরু পাচার মামলায় অনুব্রত এবং সায়গল দু’জনেই গ্রেফতার হয়েছেন। বর্তমানে তিহারে রয়েছেন সায়গল, অনুব্রতও সেখানে যাবেন। এই পরিস্থিতিতে দু’জনকে নিয়েই এই তথ্য প্রকাশ্যে আনল ইডি। তারা দাবি করেছে, নিরাপদে বীরভূম সীমান্ত থেকে যাতে বাংলাদেশে গরু পৌঁছে যায়, তা দেখার দায়িত্ব ছিল সায়গল ও দলের। সেই কারণেই এই ৫ কোটি টাকা অনুব্রত তাদের দিতেন। প্রতি ১৫ দিন বা কখনও কখনও ১ মাস অন্তর এই টাকা জমা পড়ত সায়গলের অ্যাকাউন্টে। তবে সবসময় একই পরিমাণ টাকা হত এমনটা নয়। গরু কেনাবেচার টাকার পরিমাণের উপরই নির্ভর করত ‘প্রোটেকশন মানি’।