কলকাতা: আসানসোল আদালতে জামিনের আবেদন করেননি গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বিচারক তাঁকে ১৪ দিনের জন্য ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেলেই থাকতে হবে বীরভূমের এই তৃণমূল নেতাকে। সেই দিনই ওই মামলার পরিবর্তী শুনানি। কিন্তু আসানসোল আদালতে না আবেদন করলেও দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। আগামী ৮ ফেব্রুয়ারি এই মামলার শুনানি দিল্লি হাইকোর্টে। ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টে দায়ের হয়েছে অনুব্রত মণ্ডলের করা চারটি মামলা। প্রতিটি মামলাতেই ইডিকে নোটিশ জারি করেছে আদালত।
আরও পড়ুন- একশো দিনের কাজের টাকা না দিলেই দুর্বার আন্দোলন, কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার
এর আগে অবশ্য দিল্লি হাইকোর্ট থেকে কিছুটা স্বস্তি পেয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেখানে তাঁর মামলার শুনানি একাধিকবার পিছিয়েছে। এদিকে গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে বদ্ধপরিকর ইডি। তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিল তারা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সেই অনুমতি দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। কিন্তু এই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”বীরভূমের দায়িত্বে তৃণমূল নেত্রী! সাহায্য করবেন ববি! Mamata Banerjee to take charge of Birbhum” width=”560″>
মাঝে আবার ‘খুনের চেষ্টা’র মামলায় অনুব্রত মণ্ডলের পুলিশি হেফাজত হয়ে যায়। এক তৃণমূল কর্মীকে ‘খুনের চেষ্টা’র অভিযোগে বিদ্ধ হন তিনি। যদিও এই ঘটনা নিয়ে অনেক প্রশ্ন তোলেন বিরোধীরা। বলা হয়, ইচ্ছাকৃত এমন ঘটনা ঘটানো হয়েছে যাতে তাঁকে ইডি দিল্লি না নিয়ে যেতে পারে।