‘ও দারুণ ছেলে’, BJP সভাপতি সুকান্ত মজুমদারের ‘প্রশংসা’য় পঞ্চমুখ কেষ্ট

‘ও দারুণ ছেলে’, BJP সভাপতি সুকান্ত মজুমদারের ‘প্রশংসা’য় পঞ্চমুখ কেষ্ট

কলকাতা: বেনজির প্রশংসা! বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রশংসায় পঞ্চমুখ হলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল৷ বললেন, ‘বিজেপি’র রাজ্য সভাপতি ভাল’৷ বিক্ষুব্ধদের বিদ্রোহে বিজেপি যখন জেরবার, ঠিক তখনই রাজ্য সভাপতির প্রশংসায় পঞ্চমুখ হলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ 

আরও পড়ুন- দমদমের পর নদিয়ার গাংনাপুর, চলন্ত ট্রেনে শ্লীলতাহানির পর তরুণীকে ধাক্কা, গ্রেফতার ১

প্রসঙ্গত, শনিবারই বীরভূমের এক ঝাঁক বিজেপি কর্মী পদ্ম ছেড়ে যোগ দেন ঘাসফুল শিবিরে৷ ওই কর্মসূচিতে গিয়েই অনুব্রত বললেন, ‘‘বিজেপি-র রাজ্য সভাপতি দারুণ ছেলে। ভাল ছেলে।’’ এদিন বোলপুরে এসে খয়রোশোলের প্রায় ১৫০ বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন৷ অনুব্রতই তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন৷ বীরভূম জেলা সভাপতি আরও বলেন, এখন সবে ১৫০ জন এসেছে৷ আরও আড়াই হাজার যোগ দেবে৷ এর পরেই তাঁর মুখে ঝরে পড়ে সুকান্তের প্রশংসা৷ অনুব্রত বলেন, ‘‘রাজ্য বিজেপি-তে এখন খাওয়াখাইয়ি চলছে। বিজেপি-র রাজ্য সভাপতি ভাল লোক। ধরাধর বাদ দিয়ে দিচ্ছে৷ স্ট্যামিনা আছে। সুকান্তবাবুকে আমি ধন্যবাদ জানাই। গুড ডিসিশন৷ বেশি কিছু করলেই ফেলে দাও।’’

প্রসঙ্গত, এর আগে বহুবার অনুব্রতর নিশানায় এসেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ দুই শিবিরের দুই নেতার বাকযুদ্ধ একসময় রাজনীতির আঙিনায় রোজনামচা হয়ে উঠেছিল৷ তবে বিজেরি’র বর্তমান রাজ্য সভাপতির প্রতি দোর্দণ্ডপ্রতাপ অনুব্রতর এই দরাজ সার্টিফিকেট থেকেই স্পষ্ট, তাঁর অবস্থান বদলেছে। এদিকে সুকান্ত মজুমদার সম্পর্কে অনুব্রতের এই মন্তব্য শুনে বিজেপি-র বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা বলছেনন, ‘‘উনি উল্টো-পাল্টা বলে থাকেন। ওটাই ওঁর কাজ৷ আর উনি কী বলছেন, তাতে আমাদের বা আমাদের রাজ্য সভাপতির কিছু যায় আসে না।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =