আইনজীবীর উপস্থিতিতে এ বার কেষ্টকে জেরা করবে ED, আদালতের নির্দেশেই স্বাস্থ্যপরীক্ষা

আইনজীবীর উপস্থিতিতে এ বার কেষ্টকে জেরা করবে ED, আদালতের নির্দেশেই স্বাস্থ্যপরীক্ষা

কলকাতা: গরু পাচারের বিপুল টাকা কোথায়? কারা কারা এই টাকার ভাগ পেয়েছে? অনুব্রত ও তাঁর কন্যার নামে থাকা অগাধ সম্পত্তির উৎসই বা কী? এই সব প্রশ্নের জবাব খুঁজছেন ইডির অফিসাররা৷ দীর্ঘ জেরার মুখে অনুব্রত মণ্ডল। ইডি সূত্রে খবর, শুক্রবার দুপুরে তাঁকে আদালতে নিয়ে আসা হবে। তার আগে বৃহস্পতিবার দিনভর দিল্লির এপিজে আব্দুল কালাম রোডে ইডির সদর দফতরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে বীরভূমের তৃণমূল নেতাকে। 

আরও পড়ুন- কুন্তলের ব্যাঙ্কের নথিতে নাম! নিয়োগ দুর্নীতিতে ডাক পড়ল টলি অভিনেতা বনির, টাকা কি পেয়েছেন?

দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক রাকেশ কুমারের নির্দেশে জেরার সময় ইডির দফতরে হাজির থাকতে পারবেন অনুব্রতের এক আইনজীবী। কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা বীরভূমের কেষ্টকে কী প্রশ্ন করছেন, তা শুনতে পাবেন না তিনি। কাঁচের ঘেরাটোপের বাইরে নির্দিষ্ট দূরত্বে অর্থাৎ ‘বেয়ন্ড হিয়ারিং ডিসট্যান্স’-এ থাকবেন আইনজীবী৷ তিনি শুধু অনুব্রতকে জেরার ‘দর্শক’ হবেন৷

ইডি সূত্রের খবর, বুধবারও অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করেছে অফিসাররা৷ কিন্তু তা দীর্ঘ ছিল না। কারণ এদিন তাঁর কোনও আইনজীবী ইডি দফতরে উপস্থিত ছিলেন না। বৃহস্পতিবার সকাল থেকেই উপস্থিত থাকবেন অনুব্রতর আইনজীবী৷ বিচারকরের নির্দেশ মতো কিছুক্ষণ একান্তে কথাও বলতে পারবেন তাঁরা৷