কলকাতা: ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের প্রধান দেহরক্ষী সায়গেল হোসনের গাড়ি৷ গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক৷ মৃত্যু হয়েছে এক শিশু সহ দু’জনের৷ জানা গিয়েছে ওই শিশুটি সায়গলের কন্যা৷
আরও পড়ুন- বামনেত্রীদের কদর্য ভাষায় আক্রমণ, পুলিশের দ্বারস্থ ঐশী ঘোষ
মঙ্গলবার মধ্যরাতে দুর্গাপুর থেকে বোলপুর ফেরার পথে ইলামবাজার জঙ্গলে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারকে সজোরে ধাক্কা মারে গাড়িটি। সপরিবারে বাড়ি ফিরছিলেন সায়গল৷ দুর্ঘটনায় প্রাণ হারায় সায়গলের ছয় বছরের মেয়ে ও গাড়ির আরও এক সওয়ারি৷ তাঁর নাম মাধব কৈবর্ত৷ বয়স মধ্য চল্লিশ হবে৷ এদিকে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে প্রায় ১০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে অসমর্থিত সূত্রের খবর। এই বিষয়ে পুলিশ কোনও তথ্য দেয়নি৷ কিন্তু প্রশ্ন উঠেছে, এটা নিছকই দুর্ঘটনা নাকি কোনও চক্রান্ত?
এদিকে দুর্ঘটনার খবর পেয়েই অকুস্থলে পৌঁছয় ইলামবাজার থানার পুলিশ৷ ওই শিশুকন্যা সহ আহতদের তড়িঘড়ি বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়৷ তবে সায়গল কন্যাকে বাঁচানো সম্ভব হয়নি৷ জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ঈদের বাজার করতে দুর্গাপুরে গিয়েছিলেন সায়গল হোসেন। সঙ্গে ছিল মাধব কৈবর্তর পরিবার।
প্রসঙ্গত, গরু পাচার মামলায় আপাতত সিবিআই-এর নজরে রয়েছে তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল৷ ওই মামলায় সায়গলকেও সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি ও তাঁর স্ত্রী৷ তবে তাঁদের প্রাণের আশঙ্কা নেই৷ আপাতত তাঁদের কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
