‘আবর্জনা দূর করুন’ ডাক বৈশালীর, বঙ্গ বিজেপি’র অস্বস্তি বাড়ালেন ‘বেসুরো’ অনুপম

‘আবর্জনা দূর করুন’ ডাক বৈশালীর, বঙ্গ বিজেপি’র অস্বস্তি বাড়ালেন ‘বেসুরো’ অনুপম

কলকাতা:  আজই মুকুল রায় ও শুভ্রাংশু রায় তৃণমূলে যোগদান করতে চলেছেন বলে জোড় জল্পনা৷ এরই মাঝে বৈশালী ডালমিয়ার টুইট, ‘‘বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অনুরোধ করছি দ্রুত বিজেপি থেকে আবর্জনা দূর করুন৷’’ অন্যদিকে বঙ্গ বিজেপি’র অস্বস্তি বাড়ালেন অনুপম হাজরা৷ 

আরও পড়ুন- জল্পনার অবসান ঘটিয়ে প্রত্যাবর্তন? মমতার মুখোমুখি ‘বেচারা’ মুকুল

এদিন টুইট করে অনুপম হাজরা বলেন, ‘‘নির্বাচন চলাকালীন দুই-একজন নেতাকে নিয়ে মাতামাতি করা হয়৷ যোগ্যতা থাকা সত্ত্বেও লবিবাজি করে বাকিদের বসিয়ে রেখে অবজ্ঞা বা অপমান করার করুন পরিণতি!!! চার্টার্ড ফ্লাইটের রয়্যাল যাত্রীরাও মিসিং!!! এখনও সময় আছে, বঙ্গ বিজেপি’র উচিত লবি বাজি বন্ধ করে যোগ্যতা অনুসারে বসে থাকা নেতাদের কাজে লাগানো৷ আশা রাখছি বঙ্গ বিজেপি’র প্রোটোকল মেনে আগামী বৈঠকে আমন্ত্রণ পাব৷’’  নীচে বিঃ দ্রঃ বলে লেখা, ‘দয়া করে বেসুরো তকমা লাগাবেন না৷’ 

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে অনুপম হাজরা বলেন, ‘‘এখানে এক শ্রেণির লোকজনকে বসিয়ে রাখা হয়৷ যাঁরা দলের জন্য কাজ করতে চায়৷ এত কর্মী ঘর ছাড়া, এত কর্মীকে খুন করা হচ্ছে, তাঁদের ঘরবাড়ি জ্বালানো হচ্ছে৷ আমাদেরও একটা দায়বদ্ধতা আছে৷ আমরা এক সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়তে চেয়েছিলাম৷ কিন্তু অনেক নেতাকে প্রচারে ডাকা পর্যন্ত হয়নি৷ লবির জন্যই এক শ্রেণির নেতাদের বসে থাকতে হয়েছে৷ এটা অবিলম্বে মেরামত করা না হলে বঙ্গ বিজেপি’র জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে৷’’ তিনি আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাবে বাংলায় এসেছিলেন তাঁরা ২০০টি আসন টার্গেট করেছিলেন৷ কিন্তু আমরা ৩ থেকে ৭৭ হয়েছি বলে সান্তনা দিচ্ছি৷ সাংগঠনিক সমন্বয়ের অভাব রয়েছে বিজেপিতে৷’’ 

অন্যদিকে, মুকুল প্রসঙ্গে বৈশালী বলেন, রোলিং স্টোন হয়ে মনে হয়নি বিশেষ কোনও লাভ হয়৷ অনেকে বলেছেন ওখানে দমবন্ধ হয়ে যাচ্ছে৷ অনেকে বলছে এখানে দমবন্ধ হয়ে যাচ্ছে৷ আমার মনে হয় ওঁনাদের শারীরিক সমস্যা রয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 13 =