বোলপুর: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি সংক্রান্ত বিবাদ দিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা অনুপম হাজরা। কিন্তু গেরুয়া শিবির যেভাবে অর্থনীতিবিদকে আক্রমণ করে, ঠিক তেমন কিছুই করলেন না অনুপম। বরং তিনি একহাত নিয়েছেন বিশ্বভারতীয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকেই। অমর্ত্য সেন নোবেল পেয়েছেন কিনা তা নিয়েই প্রশ্ন তুলেছিলেন বিদ্যুৎ। এই ইস্যুতে কার্যত সহমত পোষণ করলেও জমি ইস্যুতে তাঁকে একহাত নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য।
আরও পড়ুন- বছরের শুরুতেই বাড়ল খরচ, আজ থেকেই বেড়ে গেল দুধের দাম
ভিন্ন সুরের মন্তব্য করেছেন অনুপম হাজরা। তাঁর কথায়, ঘটনা এমন ঘটছে যেন অমর্ত্য সেন নোবেল পেলে জমিটা ছাড়তে হত না। তিনি পাননি তাই ছাড়তে হবে। উনি যদি নোবেল নাও পেয়ে থাকেন, তবু উনি যা পেয়েছেন সেটা কতজন পান? এমন প্রশ্ন তুলেছেন অনুপম। এরপর তৃণমূল দলকে একহাত নিয়ে তাঁর মন্তব্য, তিনি এমন অনেক তৃণমূলের নেতা বা তৃণমূলপন্থীদের নাম জানেন যারা বিশ্বভারতীর জায়গা দখল করে রেখেছেন। বিশ্বভারতীর উপাচার্য যেমন অমর্ত্য সেনকে নোটিশ দিয়েছেন, তাঁদেরকেও দেবেন তো? এই প্রশ্ন রাখেন বিজেপি নেতা। তবে তিনি এখানেও থামেননি। অনুপম কটাক্ষ করে বলেছেন, বিশ্বভারতীর উপাচার্য হয়তো বিজেপি ঘেঁষা প্রমাণ করার তাগিদ অনুভব করছেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”চাকরি তো হবেই : মমতা! CM Mamata assures job to young generation” width=”560″>
খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতীর পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকি তিনি প্রধানমন্ত্রী তথা আচার্য নরেন্দ্র মোদীকে চিঠি লিখবেন বলেও জানিয়েছিলেন। এই ইস্যুতে অনুপম বলেন, বিশ্বভারতীর উপাচার্য যেভাবে বিশ্বভারতী চালাচ্ছেন, তার জন্য মোদীজিকে সমালোচিত হতে হচ্ছে এটা ঠিক। তাই তিনি কী কাজ করছেন তা নিয়ে প্রশ্ন আছে।