‘আমাকে পলিটিক্যালি গবেট কেউ ভাবতে পারেন’, মমতা উবাচ

‘আমাকে পলিটিক্যালি গবেট কেউ ভাবতে পারেন’, মমতা উবাচ

কলকাতা: রাজ্য সরকার বিগত কয়েক বছরে একাধিক প্রকল্প নিয়ে এসেছে। বিভিন্ন ক্ষেত্রে একাধিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বিরোধীরা স্বাভাবিক নিয়মেই রাজ্য প্রশাসনের বিরোধিতা করেছে বহু ক্ষেত্রে। এই নিয়ে এবার বিধানসভা মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রে যে সবার সবাইকে পছন্দ হবে, এমনটা হয় না। এই কথাই এদিন বিধানসভা থেকে বললেন মমতা। পাশাপাশি তাঁর এও কথা, তাঁকে কেউ পলিটিক্যালি গবেট ভাবতেই পারেন। 

আরও পড়ুন- ইনস্টাগ্রাম বিভ্রাট, বিশ্বজুড়ে স্তব্ধ অ্যাপ, সমস্যার মুখে ইউজাররা

এদিন বিকেলে যখন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছন তখন প্রায় শেষলগ্ন এবং ভাষণ রাখছেন খাদ্য ও সরবরাহ দফতরের মন্ত্রী রথীন ঘোষ। তাঁর বক্তব্য শেষ হওয়ার পর যখন অধ্যক্ষ জানতে চান যে মুখ্যমন্ত্রী কিছু সংযোজন করতে চান কি না, তখন একাধিক বিষয় নিয়ে বক্তব্য রাখতে শুরু করেন মুখ্যমন্ত্রী। অতীতের সঙ্গে বর্তমানের রেশনিং ব্যবস্থার ফারাকের কথা তুলে ধরা থেকে বর্তমান সরকারের দেওয়া চালের মান, ওদিকে তৃতীয় লিঙ্গের মানুষদের পড়াশুনা, চাকরি নিয়েও মন্তব্য করতে শোনা যায় তাঁকে। এইসব বলার পরেই বিরোধীদের সমালোচনার জবাবে তিনি বলেন, ”গণতন্ত্রে সবাই সবার কাছে গ্রহণযোগ্য হবে, তার কোনও মানে নেই।’ সঙ্গে তাঁর আরও সংযোজন, ‘আমাকে পলিটিক্যালি গবেট কেউ ভাবতে পারেন। আমার কিছু করার নেই।”