‘সব দৃষ্টিতে নয়, নিজের চোখে নিষ্কলঙ্ক থাকতে চাই’ রহস্যময় পোস্ট অর্জুনের

‘সব দৃষ্টিতে নয়, নিজের চোখে নিষ্কলঙ্ক থাকতে চাই’ রহস্যময় পোস্ট অর্জুনের

কলকাতা: বেশ কিছু দিন ধরেই উল্টো সুর অর্জুন সিংয়ের গলায়৷ পাট শিল্প নিয়ে বিজেপি সাংসদের নিশানায় কেন্দ্রীয় সরকার ও দলীয় নেতৃত্ব৷ তাঁর  রাজনৈতিক অবস্থান নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে উঠলেন ব্যারাকপুরের সাংসদ৷ শুক্রবার ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তিনি৷ সেখানে লিখেছেন, ‘সব দৃষ্টিতে নিষ্পাপ থাকা সম্ভব নয়…। চলুন চেষ্টা করি, নিজের চোখে নিষ্কলঙ্ক থাকার৷’ 

আরও পড়ুন- ভ্যাপসা গরম থেকে রেহাই দিতে আসছে বৃষ্টি, আর কতক্ষণ অপেক্ষা? জানাল হাওয়া অফিস

রাজ্যের পাট শিল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার অর্জুন সিং৷ তিনি বলেন, কেন্দ্রের সামনে বারবার রাজ্যের পাটচাষি ও চটকল কর্মীদের দুরবস্থার কথা তুলে ধরেছেন তিনি৷ কিন্তু কোনও লাভ হয়নি৷ সব জেনে শুনেও চোখ বন্ধ করে রেখেছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়াল৷ কাঁচা পাটের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত বদল না হলে তিনি আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলন বসতে প্রস্তুত বলেও বার্তা দিয়েছেন অর্জুন৷ এর পরেই মঙ্গলবার প্রেস বিবৃতিতে সরাসরি কেন্দ্রীয় জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তীর বিরুদ্ধে মিথ্যে বলার অভিযোগ তোলেন তিনি৷ তাঁর অভিযোগ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অসত্য বলছেন৷ 

অর্জুনের এহেন মন্তব্যে নিশ্চিতভাবেই রাজনীতির আকাশে জমতে শুরু করেছে  জল্পনার মেঘ৷ বাবুল সুপ্রিয়ের পথে হেঁটে তিনিও এবার তৃণমূলে যোগ দেবেন কি না,  তা নিয়ে শুরু হয়েছে জোড় চর্চা৷ তাঁর একাধিক মন্তব্যে মিলেছে প্রত্যাবর্তনের ইঙ্গিত৷ প্রসঙ্গত, ২০০১ থেকে ২০১৯ পর্যন্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক ছিলেন অর্জুন সিং। পর পর চারটি বিধানসভা নির্বাচনেই জয়ী হয়েছিলেন এই দাপুটে নেতা৷ এদিকে বদলে যাওয়া সমীকরণ দেখে তৃণমূল পরিবারের অনেকেই পুরনো কথা স্মরণ করিয়ে বলেছেন,  অর্জুন আদতে তৃণমূল পরিবারেরই৷ অন্যদিকে, তৃণমূল থেকে আসা অর্জুনককে খোঁচা দিতে শুরু করেছে বিজেপি৷ শুক্রবার ফেসবুক পোস্টে তিনি দলের অন্দরে সমালোচনার জবাব দিলেন বলেই মনে করা হচ্ছে৷