কলকাতা: রাজ্যে একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে ‘আজব’ দাবি করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর দাবি ছিল, প্রচণ্ড গরমে হয়তো বোমা ফেটে যাচ্ছে নিজে থেকে। এবার সেই একই রকম দাবি করতে শোনা গেল সাংসদ অর্জুন সিংকে। কিছুদিন আগে তিনিই রাজ্যের পুলিশের বিরুদ্ধে সুর চড়াচ্ছিলেন। এখন তাঁরও দাবি, প্রচণ্ড গরমের কারণেই বিস্ফোরণ হচ্ছে। একই সঙ্গে সিপিএম আমলকে বোমা বিস্ফোরণ ইস্যুতে দুষেছেন তিনি।
বিগত কয়েক সপ্তাহ ধরে একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। তাতে মৃত্যুও হয়েছে। সম্প্রতি উত্তর ২৪ পরগনার বনগাঁয় বোমা ফেটে মৃত্যু হয় বছর বারোর এক নাবালকের। শৌচালয়ে সেই বোমা রাখা ছিল। সেই ইস্যুতেই কথা বলতে গিয়ে বারাকপুরের সাংসদ অর্জুন সিং মন্তব্য করেন, প্রচণ্ড গরম, চড়া রোদের কারণে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে এত বোমা উদ্ধার হচ্ছে কেন? কোথা থেকে আসছে এসব? এই প্রশ্নের উত্তরে তিনি সিপিএম আমলকে একহাত নিয়ে বলেন, বাংলায় কখন বোমা ছিল না? সিপিএম জমানায় ছিল না? বোমা হল সবচেয়ে সস্তা অস্ত্র। তবে তাঁর কথায়, পুলিশ যত সক্রিয় হবে তত তাড়াতাড়ি বোমা উদ্ধার হবে।
তবে এক্ষেত্রে আর পুলিশের ওপর অভিযোগের আঙুল তোলেননি অর্জুন সিং যেমনটা বারাকপুরের ডাকাতির ঘটনার সময়ে তুলেছিলেন। এখন তাঁর বক্তব্য, পুলিশ সক্রিয় রয়েছে বলেই এত বোমা উদ্ধার হচ্ছে। নজরদারির অভাব যদি থাকতো তাহলে এত বোমা উদ্ধার অবশ্যই সম্ভব হত না।
