সিসিটিভিতে মোড়া এলাকা, তবুও বোমা বিস্ফোরণে কাঁপল অর্জুনের বাড়ি

সিসিটিভিতে মোড়া এলাকা, তবুও বোমা বিস্ফোরণে কাঁপল অর্জুনের বাড়ি

ভাটপাড়া: ৮ সেপ্টেম্বরের পর ফের একবার সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমা বাজির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল জগদ্দলে। ৮ তারিখ অর্জুন সিংয়ের বাস ভবনের সামনের গেটে বোমা মেরেছিল দুষ্কৃতীরা। আর মঙ্গলবার সকালে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির পিছনে বোমা মারল দুষ্কৃতীরা।

এদিন বিজেপি সাংসদের বাড়ির পিছন দিকে পরপর দু’টি বোমা বিস্ফোরণ হয়। বোমার আওয়াজে কেঁপে ওঠে এলাকা। ফের আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। সাংসদের নিরাপত্তা বাড়ানোর জন্য ইতিমধ্যেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে সাংসদের বাড়ি ও তার চারপাশ সিসিটিভি ক্যামেরার নিরাপত্তা তে মুড়ে ফেলা হয়েছে। তার পরেও এই বোমা বাজির ঘটনায় কার্যত ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে।

বোমাবাজির খবর পেয়েই ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ ও আধিকারিকরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন৷ সেই সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা৷ প্রশ্ন উঠেছে, ব্যারাকপুর সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির চতুর্দিকে পুলিশের CCTV ক্যামেরা ঘেরাটোপ৷ এর মধ্যেও কিভাবে আবারও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল? পুলিশের কোনও কর্তার কাছ থেকে অবশ্য মেলেনি সদুত্তর৷

গত ৮ সেপ্টেম্বর কাকভোরে সাংসদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ অভিযোগ, সিআইএসএফ জওয়ানদের টার্গেট করেই ছোঁড়া হয়েছিল বোমা৷ তবে সে সময় গেটের কাছে কোনও রক্ষী ছিলেন না৷ ফলে বরাতজোরে প্রাণে বেঁচে যান৷ ইতিমধ্যে সাংসদের দাবি মেনে ওই বোমা কাণ্ডের তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ৷ যদিও ঘটনায় অন্য রহস্য রয়েছে বলে মনে করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ তাঁদের দাবি: পুরো বাড়ি সিসিটিভিতে মুড়ে ফেলার কারণেই হয়তো পরকল্পিতভাবে এই ‘নাটক’৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 4 =