পার্থর কথায় তিনি মানসিক ভাবে নির্যাতিত! শুনানিতে কেঁদে ফেললেন অর্পিতা

পার্থর কথায় তিনি মানসিক ভাবে নির্যাতিত! শুনানিতে কেঁদে ফেললেন অর্পিতা

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন দুজনেই। একজন ছিলেন রাজ্যের মন্ত্রী, অন্যজন তাঁর ‘ঘনিষ্ঠ’। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে শেষ কয়েক মাস ব্যাপক চর্চা চলছে। আপাতত তারা দুজনেই জেলবন্দি। এদিন অবশ্য ব্যাঙ্কশাল আদালতে আবার তাঁদের মামলার শুনানি ছিল। জানা গিয়েছে, এই ভার্চুয়াল শুনানিতে কেঁদে ফেলেছেন অর্পিতা, অন্যদিকে পার্থ দাবি করেছেন যে তিনি মানসিকভাবে নির্যাতিত হচ্ছেন। 

আরও পড়ুন- এখনই সঠিক বিচার হবে না, বিজেপি নেতার করা মামলার প্রেক্ষিতে দাবি এজি’র

প্রায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর ইডি নিয়োগ মামলায় গ্রেফতার করেছিল পার্থ চট্টোপাধ্যায়কে। তারপর তাঁদের নজরে আসেন অর্পিতা এবং তাঁর ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছিল। সেই সময় থেকেই অবশ্য দুজনেই দাবি করে আসছেন যে তারা নির্দোষ। এদিন শুনানিতে অর্পিতা আবার সেই একই দাবি করে কেঁদে ফেলেন। বলেন, তিনি রাজনীতি করেন না, করতেন না, তাও তিনি ষড়যন্ত্রের শিকার। কেন তিনি সেটা বুঝতে পারছেন না। এদিকে তাঁর আইনজীবীর দাবি, অর্পিতা স্ত্রীরোগজনিত সমস্যায় ভুগছেন, পেটে ব্যথা হচ্ছে। কিন্তু জেলে শুধু পেনকিলার ছাড়া তাঁকে কিছুই দেওয়া হচ্ছে না।