কলকাতা: ‘একটি পেয়াজ পেঁয়াজ পাওয়া গিয়েছে। এর যত খোসা ছাড়ানো হবে ততই নতুন নতুন তথ্য মিলবে। এর পরতে পরতে লুকিয়ে রয়েছে একাধিক অজানা তথ্য।’ রবিবার রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের মামলার শুনানিতে ব্যাঙ্কশাল আদালতে এমনটাই জানাল ইডি। প্রসঙ্গত রবিবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়েছে অর্পিতাকে। শনিবার তাকে গ্রেফতারের পর সারারাত ইডি দপ্তরে রেখে রবিবার সকালে ফের অর্পিতার মেডিকেল পরীক্ষা হয়। জোকার ইএসআই হাসপাতাল থেকেই সরাসরি অর্পিতাকে নিয়ে আসা হয় ব্যাঙ্কশাল আদালতে। সেখানেই কিছুক্ষন আগে শেষ হয়েছে শুনানি। জানা যাচ্ছে, আপাতত রায়দান স্থগিত রাখা হয়েছে।
আরও পড়ুন- পার্থতে সমস্যা নেই, নাকতলায় এবারের পুজোও জমজমাট
উল্লেখ্য, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এই অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকেই শুক্রবার রাতে প্রায় ২২ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। যা বাংলায় কার্যত বেনজির ঘটনা। তবে শুধু টাকা নয়, সঙ্গে মিলেছে বিপুল পরিমাণ সোনার গয়না এবং বিদেশী মুদ্রা। এই টাকার উৎস জানতেই শুক্রবার এবং শনিবার টানা জেরা করা হয় অর্পিতাকে। শনিবার বিকেলে তাকে শেষ পর্যন্ত গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। অর্পিতার বিরুদ্ধে অভিযোগ, তিনি তদন্তে কোনমতেই সাহায্য করছেন না। এমনকি তার বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অর্থ প্রসঙ্গেও মুখ খোলেননি প্রাক্তন মডেল ও অভিনেত্রী। শনিবার সন্ধ্যায় অর্পিতাকে গ্রেফতারের পর তাকে প্রথমে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেডিকেল টেস্টের জন্য এবং পরে সেখান থেকে সোজা নিয়ে আসা হয় ইডি দফতরে। সেখানেই গতকাল সারারাত ছিলেন তিনি। এরপর রবিবার সকালে ফের মেডিকেল পরীক্ষার পর অর্পিতাকে পেশ করা হয় আদালতে।
আদালত সূত্রে খবর, শুনানি চলাকালীন এদিন আদালতের পক্ষ থেকে সাওয়াল করা হলে তার জবাবে ইডির তরফ থেকে জানানো হয়েছে, ‘যা পাওয়া গিয়েছে তা পেঁয়াজের মত, খোসা ছাড়ালেই পাওয়া যাবে আরও অনেক নতুন তথ্য।’ এর সঙ্গেই জানা যাচ্ছে ইডির তরফ থেকে অর্পিতাকে ১৪ দিনের পূর্ণ হেফাজতে রাখার আবেদন জানানো হয়েছে। তবে সেই সম্পর্কে এদিন কোনও রায় দেয়নি আদালত। আপাতত আজকের মত শেষ হয়েছে শুনানির কাজ ও রায় দান স্থগিত রাখা হয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>