ত্রিপুরা থেকে BJP-কে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত চুল রাখবেন না তিনি, পণ নিলেন আশিস দাস

ত্রিপুরা থেকে BJP-কে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত চুল রাখবেন না তিনি, পণ নিলেন আশিস দাস

 

কলকাতা:  মস্তক মুণ্ডন করে প্রায়শ্চিত্ত করেছেন ইতিমধ্যেই৷ এবার করলেন প্রতিজ্ঞা৷ ত্রিপুরা থেকে বিজেপি’কে না হঠানো পর্যন্ত মাথার চুল রাখবেন না বলে পণ করলেন আশিস দাস৷ গতকাল কালীঘাটে যজ্ঞ করার পর মস্তক মুণ্ডন করে আদি গঙ্গার জলে স্নান করেছিলেন ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস৷ তিনি বলেন, ‘বিজেপি’তে যোগ দিয়ে অপরাধ করেছিলাম৷ তার প্রায়শ্চিত্ত করছি৷’ তবে এখানেই খান্ত হননি তিনি৷ বললেন, ত্রিপুরায় বিজেপি’র শাসন শেষ না হওয়া পর্যন্ত আর চুল রাখবেন না তিনি৷

আরও পড়ুন- পুজোয় রাতে বাড়তি লোকাল ট্রেন? বড় ঘোষণা রেলের

আশিস দাসের এই পদক্ষেপে অস্বস্তিতে পড়েছে ত্রিপুরা বিজেপি৷ বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী বলেন, ‘‘আশিসবাবু এই সিদ্ধান্ত নিয়ে তাঁর ভোটারদেরই অপমান করলেন৷ যাঁদের দয়ায় তিনি নির্বাচিত হয়ে এসেছেন তাঁদেরকেই ঠকালেন।’’ প্রসঙ্গত, সুরমার বিধায়ক দল ছাড়ার কথা ঘোষণা করলেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি তিনি। ইস্তফা প্রসঙ্গে তাঁর বক্তব্য, এবিষয়ে সিদ্ধান্ত নেবে দল৷ তবে শুধু আশিস দাসই নন, ত্রিপুরায় বিজেপি’র একাধিক নেতা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে খবর৷ 

ত্রিপুরায় বিপ্লব দেবের নেতৃত্ব নিয়ে অনেকের মধ্যেই ক্ষোভ রয়েছে৷ আশিসবাবু প্রায়শ্চিত্ত করার পর অবশ্য বলেন, ‘‘ ত্রিপুরায় অরজকতা চলছে৷ তবে শুধু বিপ্লব দেবকে একা দায়ী করে কোনও লাভ নেই। কেন্দ্রীয় নেতারাও প্রতিনিয়ত রাজ্যে তাদের প্রতিনিধিদের পাঠান। কিন্তু তাঁরা মাটির খবর রাখেন না। দল কী  ভাবে চলছে তার খোঁজ রাখেন না। বাবা সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ছেলেরা তো খারাপ হবেই৷ ’’  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 3 =