tmc leader
কলকাতা: এই মুহূর্তে বাংলায় আর কোনও ভোট নেই। পঞ্চায়েত ভোট অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু বঙ্গের মাটি থেকে হিংসা যাচ্ছে না। কিছুদিন আগে পর্যন্ত একাধিক হিংসার খবর এসেছে। বুধবার আবার এল। নদীয়ার নাকাশিপাড়ায় আক্রান্ত হলেন তৃণমূল নেতা এবং তাঁর পরিজনরা। বাড়িতে ঢুকে দুষ্কৃতী হামলায় প্রাণ গিয়েছে একজনের বলে জানা গিয়েছে। যদিও এটা রাজনৈতিক হামলা না গোষ্ঠীদ্বন্দ্ব, তা নিয়ে প্রশ্ন।
জানা গিয়েছে, এদিন নাকাশিপাড়ার ধাপারিয়া গ্রামে তৃণমূল বুথ সভাপতির বাড়িতে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। ঘরে ঢুকে বেপরোয়া গুলি চালাতে থাকে তারা। এলোপাথাড়ি কোপানো হয় তৃণমূল নেতা, তার ছেলে ও ভাইপোকে। ঘটনায় দু’জন কোনও রকমে বেঁচে গেলেও মৃত্যু হয়েছে একজনের। বাকি দু’জন এই মুহূর্তে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কয়েকজনই এই হামলার পিছনে রয়েছে। তাই স্বাভাবিকভাবেই গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠেছে।
যদিও স্থানীয় নেতৃত্ব থেকে দাবি করা হয়েছে এই ঘটনার পেছনে কারও ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে। কিন্তু দলের কোনও সম্পর্ক নেই এই হামলার পিছনে। গোষ্ঠীদ্বন্দ্বের কোনও প্রশ্ন ওঠে না। তবে যে কারণই হোক তার শুরুটা পঞ্চায়েত নির্বাচন থেকেই হয়েছে বলে ধারণা।