পূর্ব বর্ধমান: চতুর্থ দফার ভোটে রক্ত ঝড়ল বাংলায়। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়াল মন্তেশ্বরের টুল্লা গ্রামে। এদিন মন্তেশ্বরের টুল্লা গ্রামে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পরিস্থিতি আয়ত্তে আনতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। মাথা ফাটে তৃণমূল কর্মীর। এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়।
এদিন ভোট শুরুর পর থেকেই মন্তেশ্বরের টুল্লা গ্রামের বিজেপি নেতারা দাবি করেন, তাঁদের এজেন্টকে বুথে বসতে দেওয়া হচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দিলীপ ঘোষ। অভিযোগ, তৃণমূল কর্মীরা তাঁকে বুথে ঢুকতে বাধা দেন। এর পরই তৃণমূলকর্মীদের সঙ্গে কার্যত হাতাহাতি বেঁধে যায় বিজেপি প্রার্থীর।
পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ ও দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা। লাঠির আঘাতে এক তৃণমূল কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ। আহতকে দিলীপ ঘোষের গাড়ির সামনে রেখে প্রবল বিক্ষোভ দেখায় ঘাসফুল কর্মীরা। ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে কমিশন।