মিলছে না বেতন, হচ্ছে ছাঁটাই, প্রতিবাদে পথে অটোমোবাইল ডিলার ওয়ার্কার্স ইউনিয়ন

মিলছে না বেতন, হচ্ছে ছাঁটাই, প্রতিবাদে পথে অটোমোবাইল ডিলার ওয়ার্কার্স ইউনিয়ন

কলকাতা:  করোনা পরিস্থিতিতে অটোমোবাইল সেক্টরে একটা বাজার তৈরি হয়েছে। সংক্রমণের কথা ভেবে বহু মানুষই গণপরিবহন এড়িয়ে চলতে চাইছেন৷ যাঁদের সামর্থ আছে তাঁরা গাড়ি কিনছেন। ৪ চাকা হোক ২ চাকা, সব ধরণের গাড়িরই বিক্রি বেড়েছে। কিন্তু অভিযোগ, বাজার উঠলেও বিভিন্ন সংস্থা সেলস ও সার্ভিসের সঙ্গে যুক্ত কর্মীদের ঠিক মতো বেতন দিচ্ছেন না৷ 

আরও পড়ুন- BREAKING: মূল্য বৃদ্ধির আশঙ্কা, ৩১ অগাস্ট রাজ্যজুড়ে পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক

তাঁদের আরও অভিযোগ, পিনাকল হন্ডা, লেক্সাস মোটরস, বেঙ্গল হুন্ডাই,  রয়েলস মোটরস-এর মতো সংস্থা  লকডাউনের মধ্যে কর্মী ছাঁটাই করেছে। প্রায় সমস্ত সংস্থা বেতন, টিএ, ইনসেনটিভ, দিচ্ছে না। কর্মীদের অ্যাকাউন্টে পিএফ, ইএসআই এর টাকা জমা পড়ছে না। বেতন না পেয়ে ২ জন ইতিমধ্যে আত্মহত্যা করেছেন। ২ জন কর্মী টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। করোনা আক্রান্ত কর্মীদের চিকিৎসার দায়িত্ব নেয়নি সংস্থা৷ বেশির ভাগ কোম্পানিই কর্মীদের ভ্যাক্সিনের দায়িত্ব নিচ্ছে না৷ 

সংস্থার বিরুদ্ধে গর্জে উঠতেই গঠিত হয়েছে অটোমোবাইল ডিলার ওয়ার্কার্স ইউনিয়ন৷ ইউনিয়ন এর পক্ষ থেকে Machino Techino Sales Ltd কে চিঠি দেওয়া হয়। প্রসঙ্গত, এতো দিন এই সেক্টরে কোনও ইউনিয়ন ছিল না। ইউনিয়নের জেরে নড়েচড়ে বসেছে ম্যানেজমেন্ট৷ জানা গিয়েছে, NEXA VIP তে ৩-৪ জন কর্মীর বেতন আটকে রাখা হয়েছিল৷ চিঠি পাওয়ার পরেই পুরো বেতন মিটিয়ে দেওয়া হয়েছে। অনেক ডিলারশিপ ভ্যাক্সিন এর ব্যাবস্থাও করেছে৷ 

ইউনিয়ন পক্ষ থেকে সমস্ত কোম্পানিকে চিঠি দেওয়ার পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলনও করা হয় বলে জানান ইউনিয়ন এর সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ৷ ইউনিয়নের ডাকে আজ ১৪ অগাস্ট দুপুর ২টায় বিক্ষোভ সমাবেশ হয়৷ ইউনিয়নের তরফে যে সকল দাবি তোলা হয়েছে, সেগুলি হল-

•    বকেয়া বেতন ও ইনসেনটিভ ও অন্যান্য ওয়েজ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। TA বাড়াতে হবে। 
•     লকডাউনের অযুহাতে বেতন কাটা ও ছাঁটাই করা চলবে না। 
•     সব ডিলারকে তাঁর কর্মীদের সামাজিক সুরক্ষা পিএফ ও ইএসআই  চালু করতে হবে।
•     কোম্পানিকে দায়িত্ব নিয়ে সব কর্মীদের টিকা দিতে হবে। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 11 =