মমতাকে বাদ্যযন্ত্র উপহার বাবুলের, বাজানো শেখালেন হাতে ধরে

মমতাকে বাদ্যযন্ত্র উপহার বাবুলের, বাজানো শেখালেন হাতে ধরে

কলকাতা:  জাগো বাংলা উৎসব সংখ্যা প্রকাশ অনুষ্ঠানের মঞ্চ মেতে উঠল গানে গানে৷ ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়, নচিকেতার সঙ্গে গলা মেলালেন খোদ দলনেত্রী৷ তাঁর গলায় শোনা যায় জাগো দুর্গা৷ ওই মঞ্চেই এদিন মুখ্যমন্ত্রীকে একটি সিন্থেসাইজার উপহার দেন বাবুল সুপ্রিয়৷

আরও পড়ুন- লুকিয়ে লুকিয়ে গিয়েছে! তৃণমূল একমাত্র দল যারা লখিমপুর পৌঁছতে পেরেছে: মমতা

উপহার পাওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই যন্ত্রটা আমার খুব প্রিয়৷ এক সময় ওঁর কাছে এটা চেয়েছিলাম৷ ২৩ জানুয়ারির অনুষ্ঠানে এই যন্ত্রটা দেখেছিলাম৷ লাল রং-এর ছিল যন্ত্রটা৷ এটা আকাশি৷ খুব সুন্দর৷ এটা আমার কাজে লাগবে৷’’ তার পর বাবুল শিখিয়ে দেন কী ভাবে সেটি বাজাতে হবে৷ এর পর মঞ্চে দাঁড়িয়েই বাবুল সপ্রিয়র সঙ্গে নতুন বাদ্য যন্ত্রটি বাজান মমতা বন্দ্যোপাধ্যায়৷ সুর তোলেন ফুলে ফুলে ঢোলে ঢোলে৷ কী ভাবে একা একা বাদ্যটি বাজাবেন তাও বুঝিয়ে দেন আসানসোলের প্রাক্তন সাংসদ৷ এমনকী বাবুল এও বলেন, ‘অসুবিধা হলে আমাকে ডেকে নেবেন৷ আমি দেখিয়ে দেব৷ ’বাদ্যযন্ত্রটি সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন মুখ্যমন্ত্রী৷ বলেন আলাদা ভাবে এটা প্র্যাকটিস করতে হবে৷ এর পরে সকলে মিলে মঞ্চে জাতীয় সঙ্গীত গান৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + ten =