রামপুরহাট: বরাত জোরে বাঁচলেন রাজ্যের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। রামপুরহাটে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল তাঁর কনভয়। বাবুলের তেমন কিছু না হলেও এই ঘটনায় একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আসলে তাঁর কনভয়ে থাকা নিরাপত্তাকর্মীদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। তাতেই বিপত্তি। তবে বাবুল সুপ্রিয় সুরক্ষিত আছেন বলেই খবর। তাঁর গাড়িরও কোনও ক্ষতি হয়নি।
আরও পড়ুন- বছরের শুরুতেই বাড়ল খরচ, আজ থেকেই বেড়ে গেল দুধের দাম
জানা গিয়েছে, রামপুরহাট যাওয়ার পথে অটোর সঙ্গে সংঘর্ষ হয় বাবুলের কনভয়ের। শুক্রবার রাতে সাঁইথিয়া মুসরডা পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনার কবলে পড়েন তারা। কনভয়ের একটি গাড়ির সঙ্গে অটোর ধাক্কা লাগতেই দুটিই উলটে যায়। তবে মন্ত্রীর গাড়ির কিছু হয়নি। সূত্র মারফৎ খবর পাওয়া গিয়েছে, ৭-৮ জন আহত হয়েছেন এই ঘটনায়, সকলেই এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। যদিও প্রাথমিক চিকিৎসার পর দু’জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”চাকরি তো হবেই : মমতা! CM Mamata assures job to young generation” width=”560″>
যে অনুষ্ঠানে বাবুল সুপ্রিয় যোগ দিতে যাচ্ছিলেন সেখানে পরে তিনি পৌঁছতে সক্ষম হন। নিজেই জানান এই দুর্ঘটনার কথা এবং বলেন আহতদের হাসপাতালে পৌঁছে দিয়েই তিনি অনুষ্ঠানে এসেছেন। এও জানান, কারোর মাথায় চোট লেগেছে, কেউ হাতে চোট পেয়েছেন। তবে সকলেই আপাতত সুস্থ আছেন।
