‘ভিক্টোরিয়ার সামনে দিদি আমাকে ঝালমুড়ি খেতে বলেছিলেন’, অনুপমকে তুলোধোনা বাবুলের

‘ভিক্টোরিয়ার সামনে দিদি আমাকে ঝালমুড়ি খেতে বলেছিলেন’, অনুপমকে তুলোধোনা বাবুলের

 

কলকাতা: বাবুল দল বদল করতেই ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ৷ বিজেপি নেতা অনুপম হাজরা তোপ দেগে বলেছেন, ‘ঝালমুড়ির রফা আগেই হয়ে গিয়েছিল৷ উনি একজন লোভী রাজনীতিক৷ কেন অর্পিতা ঘোষ কেন রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন, তা বাবুলের তৃণমূলে যোগদানের পরেই স্পষ্ট হয়ে গেল৷’ আজ সাংবাদিক বৈঠকে এ বিষয়ে প্রশ্ন করা হলে বাবুল বলেন,  ‘অনুপম হাজরার প্রশ্নের জবাব আমি দেব কেন? কটূ কথা বলছেন, উনি ওটাই ভালোবাসেন৷ এসব বলে জনপ্রিয়তা কুড়োতে চাইছেন তিনি। আমি হাজরার মোড়ে কচুরি খাব৷ কোনও হাজরার প্রশ্নের জবাব দেব না৷’ বাবুল আরও বলেন,  দিদি আমাকে ঝালমুড়ি অফার করেছিলেন। কেন করেছিলেন? সেটা বলছি।  

আরও পড়ুন- ‘সমালোচনা করার অধিকার রয়েছে শুভেন্দুর, বহিরাগর প্রশ্ন নিরর্থক’ মন্তব্য বাবুলের

ভিক্টোরিয়ার সামনে দিদি আমাকে ঝালমুড়ি খেতে বলেছিলেন সেটা ঠিক৷ সেই সময় প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন প্রকল্প লঞ্চ করতে কলকাতায় এসেছিলেন। নজরুল মঞ্চে সেই প্রকল্পের প্রচার হয়েছিল৷ প্রধানমন্ত্রীর গাড়ি বেরিয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর গাড়ি এসেছিল। রাজভবনে যাওয়ার পথে উনি আমাকে গাড়িতে বসতে বলেন। আমার মনে হয়েছিল, নতুন মন্ত্রী হয়েছি৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে আসানসোল সহ বেশ কয়েকটি ইস্যু নিয়ে কিছু কথা বলা যাবে৷ উনি রাজভবন যাওয়ার পথে ভিক্টোরিয়ার সামনে আমাকে ঝালমুড়ি খাওয়ার কথা বলেছিলেন।  বাবুল আরও বলেন, একজন প্রশাসনিক প্রধান আমাকে ঝালমুড়ি খেতে বললে কেন খাব না?  কাজ করার জন্য ঝালমুড়ি কেন, সকলের সঙ্গে বসে কথা বলতে রাজি৷ কাজের জন্য বিজেপি-র মন্ত্রীর সঙ্গে ঝালমুড়ি কেন  ধোকলা খেতে হলেও খাব।

আরও পড়ুন- ‘আমার ইনিংসটা রিটায়ার্ড হার্ট হয়ে যাচ্ছিল, প্রথম একাদশে সুযোগ দিয়েছেন দিদি’, বললেন বাবুল

সেই সঙ্গে বাবুল জানিয়ে দেন আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন তিনি৷ বুধবার দিল্লিতে যাবেন ইস্তফা দিতে। ওই দিন স্পিকার সময় দিলেই ইস্তফা পত্র জমা দেবেন। এদিন বাবুল বারবার উল্লেখ করেন, খেলার সুযোগ না পেয়েই তিনি বিজেপি ছেড়েছেন। কারণ তিনি সবসময় প্রথম একাদশেই থাকতে চান। তাই প্রথম একাদশে রাখার জন্য দিদি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানান বাবুল৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − three =