ফের লোকসভা ভোটে লড়বেন বাবুল! টুইটে জল্পনা উস্কালেন প্রাক্তন সাংসদ

ফের লোকসভা ভোটে লড়বেন বাবুল! টুইটে জল্পনা উস্কালেন প্রাক্তন সাংসদ

 

কলকাতা:  দীর্ঘ অপেক্ষার পর লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাতের সময় পেয়েছেন তিনি৷ আজই তাঁর সঙ্গে দেখা করে সাংসদ পদ থেকে ইস্তফাপত্র জমা দেবেন বাবুল সুপ্রিয়৷ বেলা ১১টায় সময় দিয়েছেন স্পিকার৷ তাঁর বাড়িতে গিয়ে দেখা করবেন বাবুল৷ তবে তৃণমূলে যোগ দেওয়া বাবুলের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এতদিন খোলসা করেননি তিনি৷ এবার টুইটে উস্কে দিলেন জল্পনা৷ 

আরও পড়ুন- ‘দুধেল গাইরা চটে যাবে, ভোটব্যাঙ্ক বাঁচাতেই সাইলেন্ট’! বাংলাদেশ ইস্যুতে মমতাকে তোপ শুভেন্দুর

এদিন টুইট করে বাবুল লেখেন, ‘‘আমার মধ্যে যদি ক্ষমতা থাকে, তাহলে আবার জিতব।’’ যা দেখে রাজনীতির কারবারিদের একাংশ মনে করছে, আগামী দিনে হয়তো ফের লোকসভা নির্বাচনে লড়বেন তিনি৷ প্রসঙ্গত, ২০১৪ সালে আসালসোল থেকে ভোটে জিতে লোকসভায় যান বাবুল৷ পুরস্কার হিসাবে পান কেন্দ্রীয় মন্ত্রিত্ব৷ ২০১৯ সালে পুরনো রেকর্ড ভেঙে ফের জয়ী হন তিনি৷ এবারেও মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পান বাবুল৷ কিন্তু সম্প্রতি মন্ত্রিসভার রদবদলে মন্ত্রিত্ব থেকে বাদ পড়েন আসানসোলের সাংসদ৷ এর পরেই রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নেন বাবুল৷

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে সেই সন্ন্যাস ভেঙে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন৷ এর পরেই সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন৷ লোকসভার স্পিকারের কাছে একাধিক বার আবেদনও জানান৷ কিন্তু তিনি সময় দিতে পারছিলেন না৷ অবশেষে আজ সময় দেন৷ এদিন আনুষ্ঠানিক ভাবে ইস্তফা দেবেন বাবুল সুপ্রিয়৷  এবার তৃণমূলের টিকিটে তিনি ফের লোকসভা ভোটে লড়বেন কিনা, সেটাই দেখার বিষয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =